পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলঘরিয়ায় রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে আইসোলেশন সেন্টার - coronavirus

রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে বেলঘরিয়ায় চালু হল আইসোলেশন সেন্টার । দশটি শয্যা নিয়ে আপাতত চালু হল এই আইসোলেশন সেন্টার ৷ তবে পরে দরকার পড়লে তা বাড়ানো হবে ৷ ব্যবস্থা থাকছে চিকিৎসক এবং নার্সেরও ৷

বেলঘড়িয়ায় রেড ভলান্টিয়ার্সের আইসোলেশন সেন্টার
বেলঘড়িয়ায় রেড ভলান্টিয়ার্সের আইসোলেশন সেন্টার

By

Published : May 31, 2021, 8:37 AM IST

বেলঘরিয়া, 31 মে : সিপিএমের বেলঘরিয়া এরিয়া কমিটির উদ্যোগে সুকুমার ঘোষ স্মৃতি ভবন 64 নম্বর রোডে সমীরণ বন্দ্যোপাধ্যায় স্মরণে রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগে চালু করা হল আইসোলেশন সেন্টার ৷ সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় ৷ তিনি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও বটে ৷

আপাতত দশটি শয্য়া নিয়ে চালু হল এই আইসোলেশন সেন্টার ৷ পরে প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে ৷ সব সময়ের জন্য ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছাড়াও রেড ভলান্টিয়ার্সের কর্মীরা থাকবেন ৷ যদি কোনও রোগীর অবস্থা খারাপ হয় তাহলে তাদের নার্সিংহোম এবং সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে । কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন এবং বেলঘরিয়া থানার আইসিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান ৷

বেলঘড়িয়ায় রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে শুরু হল আইসোলেশন সেন্টার ৷

আরও পড়ুন : বাড়ছে টেস্ট, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা

এদিন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এরিয়া কমিটি সম্পাদক ঝন্টু মজুমদার ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য শায়নদীপ মিত্র, সিআইটিইউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস, কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও বেলঘরিয়া থানার আইসি রতন চক্রবর্তী, সিপিএম এরিয়া কমিটি সদস্যরা ৷ ছিলেন সিপিএম কামাটি পৌরসভার কো-অর্ডিনেটর সুব্রত চট্টোপাধ্যায়, ডা. দীপঙ্কর মাঝি, তমজিত ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়, মানস ভট্টাচার্য, অভিজিৎ বড়ুয়া, লোকনাথ ভৌমিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details