বেলঘরিয়া, 31 মে : সিপিএমের বেলঘরিয়া এরিয়া কমিটির উদ্যোগে সুকুমার ঘোষ স্মৃতি ভবন 64 নম্বর রোডে সমীরণ বন্দ্যোপাধ্যায় স্মরণে রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগে চালু করা হল আইসোলেশন সেন্টার ৷ সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় ৷ তিনি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও বটে ৷
আপাতত দশটি শয্য়া নিয়ে চালু হল এই আইসোলেশন সেন্টার ৷ পরে প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে ৷ সব সময়ের জন্য ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছাড়াও রেড ভলান্টিয়ার্সের কর্মীরা থাকবেন ৷ যদি কোনও রোগীর অবস্থা খারাপ হয় তাহলে তাদের নার্সিংহোম এবং সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে । কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন এবং বেলঘরিয়া থানার আইসিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান ৷