পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার থেকে রাজ্যে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট, পথে ডিলাররা - রেশন

Ration Dealers Strike: মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হল অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট ৷ কেষ্টপুরে পথে নামলেন রেশন ডিলাররা ৷

Ration dealers strike
রেশন ধর্মঘট

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:19 PM IST

রাজ্যজুড়ে শুরু অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট

বিধাননগর, 2 জানুয়ারি:বিভিন্ন দাবিতে নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট । কেষ্টপুর অঞ্চলে পোস্টার-ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন রেশন ডিলাররা । তাঁদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এর জেরে দেশের পাঁচ লক্ষের উপরে রেশন দোকান বন্ধ থাকার আশঙ্কা ।

তবে ধর্মঘটের ফলে কোনওভাবে রেশন থেকে বঞ্চিত হবেন না উপভোক্তারা ৷ এমনটাই দাবি করেছেন বিশ্বম্ভর বসু ৷ তিনি বলেন, "এই ধর্মঘটের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যাঁরা খাদ্য সাথী প্রকল্পের আওতায় আছেন, তাঁদের রেশন বন্ধ হবে না ৷ আন্দোলন প্রত্যাহার হওয়ার পর প্রাপ্ত রেশনের জিনিসপত্র তাঁদের হাতে আমরা তুলে দেব ৷ এর পাশাপাশি জানুয়ারি মাসের 16 তারিখে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফ থেকে দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হবে ৷ সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে ৷ সংসদ অভিযান করা হবে ৷ 17 জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক আছে ৷ এরপর আন্দোলন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷"

সংগঠনের সাধারণ সম্পাদকের কথায়, "সৎভাবে এবং মাথা উঁচু করে মানুষকে তাদের প্রতিমাসের রেশন সময় মতো তুলে দিতে চান তাঁরা ৷ আর সেই জন্য রেশন ডিলারদের পারিশ্রমিক দরকার ৷ সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না ৷ ন্যূনতম মাসিক আয় 50 হাজার টাকার দাবি রয়েছে ৷ সঙ্গে রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর দাবিও জানাচ্ছি ৷"

এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দফতর পিডিএস কন্ট্রোলারের নামে আদেশনামা জারি করেছে ৷ সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের বনধ আজ থেকে শুরু হয়েছে বলে তিনি জানান ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ৷ তার কপি পাঠানো হয়েছে ৷ তবে খাদ্য দফতরের সঙ্গে আলোচনার জন্য কোনও সময় পাওয়া যায়নি ৷

জানা গিয়েছে, গত শুক্রবার রেশন ডিলার ধরনা দিচ্ছিলেন, সেই সময় রাজ্য খাদ্য দফতরের তরফে তাঁজের থেকে ডেকে পাঠানো হয়েছিল ৷ খাদ্য দফতরের জয়েন্ট সেকেট্রি ডাইরেক্টর রেশন এবং ডেপুটি ডাইরেক্টরদের সঙ্গে আলোচনা হয় ৷ কিন্তু মূল সমস্যাগুলির সমাধান সূত্র বেরোয়নি ৷ তাই জন্য এই ধর্মঘট ৷

আরও পড়ুন:

  1. দেশজোড়া ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা, চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা
  2. বলাগড়ে দুয়ারে রেশনের চাল আটা কিনতে গিয়ে হাতে নাতে পাকড়াও অভিযুক্ত, ধমক দিলেন বিধায়ক
  3. বাম আমলে কমিশন বাবদ 200 কোটি বকেয়া রেশন ডিলারদের, পরিশোধে রাজি অর্থ দফতর

ABOUT THE AUTHOR

...view details