বারাসত, 11 জুন : মুখ্যমন্ত্রী আগামী দিনের জন্য ভাল কিছু চিন্তাভাবনা করেছেন বলেই মুকুল রায়কে দলে ফিরিয়ে এনেছেন ৷ এমনটাাই মন করছেন রাজ্য়ের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ আজ বিজেপি থেকে ফের একবার তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল মুকুল রায়ের ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেছেন মুকুল ৷ এ নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তৃণমূলে কাকে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না ৷ সেটা ঠিক করবেন তৃণমূল নেত্রী ।’’
শুক্রবার দুপুরে বারাসতে এক টিকাকরণ কর্মসূচিতে যোগ দেন রথীন ঘোষ । সেই কর্মসূচিতে হাজির ছিলেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় সহ আরও অনেকে ৷ টিকাকরণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী । সেখানেই মুকুল রায়ের যোগদান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এটি দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় । তিনি তৃণমূল দলের হায়েস্ট ফোরাম । কাকে দলে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না । তা নেত্রীই ঠিক করবেন । নিশ্চয় তিনি ভাল কিছু চিন্তাভাবনা করছেন ৷’’ মুকুল রায় দলে এলে তৃণমূলের কি সাংগঠনিক শক্তি বাড়বে ? এর উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, ‘‘সেটা পরবর্তীকালে বোঝা যাবে ! ওকে (মুকুল রায়) কিভাবে দলে কাজে লাগানো হবে, সেটা নেত্রীর বিচার্য বিষয় ৷’’