পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rathin Ghosh: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

TMC Protest Rally in Madhyamgram: দুর্নীতি-কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ‍্যমন্ত্রীর হয়ে এবার পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী । শনিবার প্রতিবাদ মিছিলে সামিল হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন রথীন ঘোষ ।

TMC Protest Rally in Madhyamgram
TMC Protest Rally in Madhyamgram

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 6:54 PM IST

Updated : Oct 28, 2023, 8:00 PM IST

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

মধ‍্যমগ্রাম, 28 অক্টোবর: রেশন বণ্টন দুর্নীতি-কাণ্ডে ইডির জালে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী ও দলের সতীর্থ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হেফাজতে, তখন তাঁর হয়ে এবার ব‍্যাটন ধরলেন বর্তমান খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ । বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রতিবাদে নিজের বিধানসভা কেন্দ্র মধ‍্যমগ্রামে পথে নামলেন তিনি । মধ‍্যমগ্রাম শহরে মিছিল করে রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বর্তমান খাদ‍্যমন্ত্রী । সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমকেও নিশানা করেছেন রথীন ঘোষ ।

রেশন বণ্টন দুর্নীতি-কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ও হেনস্থার বিরুদ্ধে শনিবার পুরো উত্তর 24 পরগনা জেলাজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস । সেই মতো এ দিন মধ‍্যমগ্রাম, বারাসত-সহ জেলার বিভিন্ন প্রান্তে পথে নামেন দলের নেতা-কর্মীরা ।

মধ‍্যমগ্রাম শহরে আয়োজিত এ দিনের প্রতিবাদ মিছিলে পা মেলান খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ । তাঁর নেতৃত্বে হওয়া দলীয় এই কর্মসূচিতে সামিল হন রথীন ঘনিষ্ঠ মধ‍্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষও । মধ‍্যমগ্রাম চৌমাথা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে সোদপুর রোড ধরে স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে ফের মিলিত হয় পৌরসভার কাছে চৌমাথাতে । প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটেই কর্মসূচির নেতৃত্ব দেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । মিছিল থেকে আওয়াজ ওঠে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও । ‘জবাব চাই, জবাব দাও’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মধ‍্যমগ্রাম শহরের আকাশ-বাতাস ।

কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার বঞ্চনা নিয়ে যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছেন । তখন সেই আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইকে দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে । এটা ঘৃণ্য চক্রান্ত । তদন্তকারী সংস্থা নিরপেক্ষ তদন্ত করুক । তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে সাজা দিক । এতে আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু, তদন্তের নামে হেনস্থা করা হচ্ছে । এতেই আমাদের আপত্তি ৷"

বিজেপি ও সিপিএমকে একযোগে কটাক্ষ করে তিনি বলেন,"বিজেপি এবং সিপিএমের নেতারা কি ঠিক করে দেবেন তদন্তকারী সংস্থা কাকে ধরবে ? আর কাকে ধরবে না ? ওরা এমন হাবভাব দেখাচ্ছে যে ওদের কথামতোই ইডি-সিবিআই তৃণমূলের নেতা-মন্ত্রীদের ধরছে । এটা খুবই দৃষ্টিকটু ব‍্যাপার ৷"

এদিকে, প্রাক্তন খাদ‍্যমন্ত্রীর হয়ে বর্তমান খাদ্যমন্ত্রীর পথে নেমে প্রতিবাদ করা ! বিষয়টিকে এমনভাবে দেখতে নারাজ রথীন ঘোষ । তাঁর কথায়, "দলের নির্দেশ রয়েছে । সেই কারণেই পথে নামতে হয়েছে । আগে আমি একজন দলের কর্মী । পরে মন্ত্রী । তাই, পার্টি কর্মী হিসেবে দলের নির্দেশ অমান্য করা ঠিক মনে করিনি ৷"

আরও পড়ুন:24-এর ভোটের আগে এই ধরনের গ্রেফতারি আরও বাড়বে, জ্যোতিপ্রিয়কে ইডি ধরতেই মন্তব্য রথীনের

Last Updated : Oct 28, 2023, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details