মধ্যমগ্রাম, 28 অক্টোবর: রেশন বণ্টন দুর্নীতি-কাণ্ডে ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও দলের সতীর্থ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হেফাজতে, তখন তাঁর হয়ে এবার ব্যাটন ধরলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রতিবাদে নিজের বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রামে পথে নামলেন তিনি । মধ্যমগ্রাম শহরে মিছিল করে রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বর্তমান খাদ্যমন্ত্রী । সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমকেও নিশানা করেছেন রথীন ঘোষ ।
রেশন বণ্টন দুর্নীতি-কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ও হেনস্থার বিরুদ্ধে শনিবার পুরো উত্তর 24 পরগনা জেলাজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস । সেই মতো এ দিন মধ্যমগ্রাম, বারাসত-সহ জেলার বিভিন্ন প্রান্তে পথে নামেন দলের নেতা-কর্মীরা ।
মধ্যমগ্রাম শহরে আয়োজিত এ দিনের প্রতিবাদ মিছিলে পা মেলান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । তাঁর নেতৃত্বে হওয়া দলীয় এই কর্মসূচিতে সামিল হন রথীন ঘনিষ্ঠ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষও । মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে সোদপুর রোড ধরে স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে ফের মিলিত হয় পৌরসভার কাছে চৌমাথাতে । প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটেই কর্মসূচির নেতৃত্ব দেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । মিছিল থেকে আওয়াজ ওঠে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও । ‘জবাব চাই, জবাব দাও’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মধ্যমগ্রাম শহরের আকাশ-বাতাস ।