স্বরূপনগর, 30 মে : বিরল প্রজাতির কচ্ছপ পাচারের ছক বানচাল করে দিল বন দফতর । পাচারের আগেই দক্ষিণ 24 পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক কচ্ছপ (Tortoises rescued in Swarupnagar) । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পরেশচন্দ্র মাঝি এবং গৌতম মজুমদার নামে দুই পাচারকারীকেও । বন দফতর সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া কচ্ছপের পরিমাণ প্রায় এক টনের উপর । যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা । বাংলাদেশ-সহ বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যেই বিরল প্রজাতির এই কচ্ছপ মজুত করা হয়েছিল বলে একপ্রকার নিশ্চিত বন দফতরের আধিকারিকরা । যদিও সেই পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে বন দফতরের তৎপরতায় । এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বন দফতরের তরফে ।
সোমবার ভোরে গোপন সূত্র মারফত বন দফতরের কাছে খবর আসে, স্বরূপনগরের সীমান্তবর্তী চারঘাট এলাকায় জড়ো হয়েছে সন্দেহভাজন কয়েকজন । তাদের কাছে রয়েছে বেশ কয়েকটি বস্তাও । খবর পেয়ে তড়িঘড়ি বসিরহাট থেকে বন দফতরের একটি টিম অভিযান চালায় সেখানে । তাদের দেখে বস্তাগুলো ফেলেই ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে সন্দেহভাজনরা । পিছু ধাওয়া করে দু'জনকে ধরে ফেলা হয় হাতেনাতে । বাকিরা অবশ্য বন দফতরের আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় । এরপর বস্তাগুলো খুলতেই চক্ষু চড়কগাছ বন দফতরের আধিকারিকদের । লক্ষ্য করেন, বস্তার মধ্যে ভর্তি কচ্ছপ । যেগুলো বিরল প্রজাতির । বন দফতর সূত্রে জানা গিয়েছে, 22টি বস্তা থেকে প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ মিলেছে । সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে । সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকেও ।