বাদুড়িয়া, 27 মার্চ : বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সাফল্য পেল বাদুড়িয়া পুলিশ ৷ বাংলাদেশ পেরিয়ে এদেশে পাচারের ছক বানচাল করে বাদুড়িয়ার রামচন্দ্রপুর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির টিয়া (Rare species parrots rescued at Baduria)। পাচারচক্রের সঙ্গে জড়িত দুই পাচারকারী দীনেশ সাউ ও রতন মোদককেও হাতেনাতে ধরেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে পাঁচটি লরেস প্রজাতির টিয়া ৷ যেগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা । বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে পাচারের উদ্দেশ্যেই টিয়াগুলিকে আনা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা । উদ্ধার হওয়া টিয়াগুলিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বিরল প্রজাতির টিয়া পাচারের পরিকল্পনা রয়েছে বাদুড়িয়ার রামচন্দ্রপুর এলাকায় ৷ গোপন সূত্রে খবর এমনই পেয়ে বাদুড়িয়া থানার পুলিশের একটি টিম এদিন আগেভাগে পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ পাচারকারীদের ধরতে দীর্ঘক্ষণ ওত পেতে বসে থাকেন তাঁরা। এরপর গোপন সূত্রের তথ্য মিলে যেতেই পাঁচটি বিরল প্রজাতির টিয়া-সহ পাচারকারীদের ধরে ফেলে বাদুড়িয়া পুলিশ ৷