পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Parrots Rescued : বিরল প্রজাতির টিয়া-পাচার রুখল বাদুড়িয়া পুলিশ, গ্রেফতার 2 - Parrots Rescued

বাংলাদেশ পেরিয়ে এদেশে পাচারের ছক বানচাল করে বাদুড়িয়ার রামচন্দ্রপুর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির টিয়া (Rare species parrots rescued at Baduria)। পাচারচক্রের সঙ্গে জড়িত দুই পাচারকারীও ধৃত ৷

Parrots Recovery in Baduria
বিরল প্রজাতির টিয়া-পাচার রুখল বাদুড়িয়া পুলিশ, আটক 2

By

Published : Mar 27, 2022, 11:05 PM IST

Updated : Mar 28, 2022, 12:51 PM IST

বাদুড়িয়া, 27 মার্চ : বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সাফল্য পেল বাদুড়িয়া পুলিশ ৷ বাংলাদেশ পেরিয়ে এদেশে পাচারের ছক বানচাল করে বাদুড়িয়ার রামচন্দ্রপুর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির টিয়া (Rare species parrots rescued at Baduria)। পাচারচক্রের সঙ্গে জড়িত দুই পাচারকারী দীনেশ সাউ ও রতন মোদককেও হাতেনাতে ধরেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে পাঁচটি লরেস প্রজাতির টিয়া ৷ যেগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা । বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে পাচারের উদ্দেশ্যেই টিয়াগুলিকে আনা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা । উদ্ধার হওয়া টিয়াগুলিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বিরল প্রজাতির টিয়া পাচারের পরিকল্পনা রয়েছে বাদুড়িয়ার রামচন্দ্রপুর এলাকায় ৷ গোপন সূত্রে খবর এমনই পেয়ে বাদুড়িয়া থানার পুলিশের একটি টিম এদিন আগেভাগে পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ পাচারকারীদের ধরতে দীর্ঘক্ষণ ওত পেতে বসে থাকেন তাঁরা। এরপর গোপন সূত্রের তথ্য মিলে যেতেই পাঁচটি বিরল প্রজাতির টিয়া-সহ পাচারকারীদের ধরে ফেলে বাদুড়িয়া পুলিশ ৷

ধৃত দুই পাচারকারী

আরও পড়ুন : সাইকেলের টায়ারে রুপো পাচারের চেষ্টা, ধরল বিএসএফ

সাধারণত দক্ষিণ-মধ্য আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন জঙ্গলে বাস লরেস প্রজাতির এই টিয়ার প্রত্যেকটির মূল্য অন্তত 25-30 হাজার টাকা । টিয়াগুলি ঠিক কোথায় পাচারের পরিকল্পনা ছিল, ধৃতদের জেরা করে জানার চেষ্টায় পুলিশ । প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তের বসিরহাট ও স্বরূপনগরের বিভিন্ন এলাকা দিয়ে পাচারের ঘটনা নতুন কিছু নয় । সোনার বাট, মাছের চারাপোনা, বিরল প্রজাতির পাখি পাচারের চেষ্টা আগেও হয়েছে এইসব এলাকায় । কিন্তু বিএসএফ এবং পুলিশের তৎপরতায় প্রতিবারই সেই পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে । আবারও পুলিশের সক্রিয়তায় ব্যর্থ হল সেই চেষ্টা ।

Last Updated : Mar 28, 2022, 12:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details