পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Online Bank Fraud: অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2 প্রতারক - ভুয়ো অ্যাপ

ভুয়ো অ্যাপ দিয়ে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case) ৷ নিউটাউন থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ অভিযোগ, রাজস্থানের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করা হয় ৷

Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case
Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case

By

Published : Jun 18, 2022, 4:10 PM IST

বারাসত, 18 জুন : ভুয়ো অ্যাপের মাধ্যমে রাজস্থানের বাসিন্দা এক ব্যক্তির ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় রাজস্থান পুলিশ সুমিত ভাটিয়া ও কপিল ভাটিয়া নামে ওই দুই প্রতারককে নিউটাউন থেকে গ্রেফতার করে (Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case) । ধৃত দুই প্রতারককে বারাসত আদালতে পেশ করা হলে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ৷ সেই মতো এ দিন দুপুরের পর ধৃত দুই প্রতারককে নিয়ে রাজস্থানে রওনা হয়েছে তদন্তকারী আধিকারিকরা ৷

এ বিষয়ে বারাসত আদালতের আইনজীবী এ জামান জানান, ‘‘রাজস্থানের একটি আদালতে প্রতারিত এক ব‍্যক্তি মামলা দায়ের করেন ৷ অভিযোগ করেন, ভুয়ো অ্যাপের প্রলোভনে পড়ে তাঁর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে 3 লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে ৷ এর পর মামলাটি সেখানকার সাইবার সেলকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয় ৷ ফোন নম্বরের ভিত্তিতে তদন্ত শুরু করে সেই রাজ্যের পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারকরা গা ঢাকা দিয়ে রয়েছে এ রাজ্যে ৷ সেই মতো রাজস্থান থেকে পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে আসে তাঁদের ধরার জন্য ৷ নিউটাউন থানার সহযোগিতায় বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷’’

অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2

আরও পড়ুন :Payel Sarkar's Husband Arrested : চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা ! গ্রেফতার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী

তিনি আরও বলেন, শুধু প্রতারিত ব‍্যক্তি নন ৷ এ রকম আরও অনেকের সঙ্গে ধৃতেরা একই কায়দায় প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ এ দিন ধৃত দুই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বারাসত আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details