পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rajarhat Police: রাজারহাটে ফেন্সিডিল ও মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার 1 - Rajarhat police arrested one person with drugs

একটি লরি ও একটি ছোট পণ্যবাহী গাড়ি ভর্তি ফেন্সিডিল ও মাদক ট্যাবলেট আটক করা হল (Rajarhat police arrested one person with drugs)৷

Rajarhat police arrested one person with drugs
Rajarhat Police

By

Published : Jun 20, 2022, 9:24 PM IST

বিধাননগর, 20 জুন: বাংলাদেশে পাচার হওয়ার আগে এসটিএফ এবং রাজারহাট থানার যৌথ অভিযানে আটক করা হল একটি লরি ও একটি ছোট পণ্যবাহী গাড়ি ভর্তি ফেন্সিডিল ও মাদক ট্যাবলেট (Rajarhat police arrested one person with drugs) ৷ এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন । তার নাম ফিরোজ গাজী ৷ ছোট পণ্যবাহী গাড়ির চালক তিনি ৷ ধৃত গাড়ি চালকের বাড়ি বাদুড়িয়ায় । বাকিরা পালিয়ে যায় ।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার অন্তর্গত খড়িবেড়িয়া এলাকায় এসটিএফ এবং রাজারহাট থানার পুলিশ সমস্ত গাড়ি চেকিং করতে থাকে ৷ সেই সময় একটি লরি ও একটি ছোট পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে 9900 বোতল ফেন্সিডিল ও মাদক ট্যাবলেট উদ্ধার হয়েছে । গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে পুলিশ ।

আরও পড়ুন:Agnipath Protest: অগ্নিপথ বিক্ষোভ ঠেকাতে শহরের 101 জায়গায় বিশেষ বাহিনী

বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ । ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হয় । এদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাবে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details