পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prophet Remarks Row : পয়গম্বর ইস্যুতে রেল অবরোধ শিয়ালদা-হাসনাবাদ শাখায় - পয়গম্বর ইস্যুতে রেল অবরোধ শিয়ালদা হাসনাবাদ শাখাতে

পয়গম্বর মন্তব্যের ইস্যুতে এবার রেল অবরোধ শিয়ালদা-হাসনাবাদ শাখায় (Rail blockade in Sealdah-Hasnabad Section)। কাজিপাড়া স্টেশনে অবরোধ করে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা । পোড়ানো হল নূপুর শর্মা এবং নবীন জিন্দলের কুশপুতুলও ।

Rail blockade in Sealdah-Hasnabad line on Prophet Remarks Row
Prophet Remarks Row

By

Published : Jun 13, 2022, 2:13 PM IST

বারাসত, 13 জুন : পয়গম্বর মন্তব্যের ইস্যুতে এবার রেল অবরোধ হল শিয়ালদা-হাসনাবাদ শাখাতেও (Rail blockade in Sealdah-Hasnabad Section)। সপ্তাহের প্রথম দিনেই এই শাখার কাজিপাড়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল লোকজন । তাও আবার অফিস টাইমে । যার জেরে সকাল থেকে শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ।

এদিন সকালের দিকে ডাউন শিয়ালদাগামী হাসনাবাদ লোকাল যখন কাজিপাড়া স্টেশনে ঢুকছিল, তখন আচমকাই আন্দোলনকারীরা রেললাইনের ওপর উঠে এসে সেই ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন । নূপুর শর্মা এবং নবীন জিন্দলের কুশপুতুল পুড়িয়ে চলে বিক্ষোভও । পয়গম্বর ইস্যুতে বিজেপির এই দুই বহিষ্কৃত নেতা-নেত্রীর গ্রেফতারের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা । প্রায় মিনিট 20 পর রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা । তবে অফিস টাইমে সাময়িক এই অবরোধের জেরে বিপাকে পড়েন রেল যাত্রীরা । ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় বাড়তে থাকে যাত্রীদের একাংশের । পরে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লেগে যায় বলে খবর রেল সূত্রে (Prophet Remarks Row)।

আরও পড়ুন :KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

প্রসঙ্গত, পয়গম্বর নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও । তাঁর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, অবরোধ এবং আন্দোলন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।

ABOUT THE AUTHOR

...view details