ব্যারাকপুর, 17 জুলাই: ফুট ওভারব্রিজের দাবিতে ব্যারাকপুরে রেল অবরোধ করল নাগরিক প্রতিরোধ মঞ্চ ৷ তার জেরে সপ্তাহের শুরুতেই ব্যাহত হল শিয়ালদহ-রানাঘাট শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ ৷ এর ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের ৷ 14 নম্বর রেল গেটের সামনে অবরোধের ডাক দেওয়া হয় ব্যারাকপুর নাগরিক মঞ্চের তরফ থেকে । সোমবার সেই মতো রেল অবরোধ করে নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা ।
সূত্রের খবর, শিয়ালদার সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়র-সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে ঘটনাস্থলে যান । এরপর 11টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। আরও পরে ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় । তবে এই ঘটনায় জেরে মোট 12 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয় এবং 20টি লোকাল ট্রেন এক ঘণ্টারও বেশি সময় দেরিতে চলে ।
রেল জানিয়েছে, ব্যারাকপুর স্টেশনে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছে । রেলওয়ে বোর্ডের প্রয়োজনীয় অনুমোদন পেলেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। অবরোধ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ করা হয় ৷ এর ফলে সপ্তাহের শুরুতেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ৷ দুর্ভোগের সম্মুখীন হন যাত্রীরা ।