কলকাতা, 31 জুলাই : বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানি শেষ হল আজ । শুনানির শেষে মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি । এই মামলাকে কেন্দ্র করে বিচারপতি নানা মন্তব্য করেছেন যা সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত । সংবাদমাধ্যম বার বার বিচারপতির মন্তব্য প্রকাশ করায় অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি । তিনি শুনানি চলাকালীন বলেন, "সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে ।" তিনি পুলিশকে নির্দেশ দেন, সাংবাদিকরা যেন এজলাসে না ঢোকেন । কিন্ত লিখিত কোনও নির্দেশ না থাকায় আজ সাংবাদিকরা বনগাঁ পৌরসভা সংক্রান্ত মামলা শোনার জন্য আগে থেকেই গেছিলেন । কিন্ত ক্ষুব্ধ বিচারপতি কাউকেই ঢুকতে দেননি । পাশাপাশি বিচারপতি পুলিশকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও সাংবাদিক যেন তাঁর এজলাসে না ঢোকে ।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূলের কাউন্সিলরদের তরফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, "আবেদনকারী কাউন্সিলরদের তরফে বার বার বলা হচ্ছে পুলিশ তাদের আটকেছিল । কিন্ত তাদের এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণপত্র আছে? যদি না দেখাতে পারে তাহলে এই মামলা খারিজ করে দেওয়া উচিত। " তখন বিচারপতি বলেন, "যেহেতু দুটি পক্ষ সেখানে হাজির ছিল তাই ঝামেলা হতেই পারে । পুলিশের উচিত ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করার ।" পাশাপাশি ওইদিন চেয়ারম্যান ও তাঁর সমর্থনকারী কাউন্সিলররা আরও কিছুক্ষণ অপেক্ষা না করে কেন তড়িঘড়ি চলে গেলেন সেই প্রশ্নও তোলেন বিচারপতি । প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে আলাদা আলাদা হলফনামা নিয়ে তাঁদের বক্তব্য শোনেন ৷