নৈহাটি, 2 জানুয়ারি : পিকনিক দলের গাড়ি পার্কিং নিয়ে গোলমাল । পার্কে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালাল উত্তেজিত গ্রামবাসীরা । ভাঙচুর হল পুলিশের তিনটি গাড়িও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছিল ব়্যাফও । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটি থানার মামুদপুর গ্রামপঞ্চায়েতের দেবকগ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেসরকারি ওই পার্কটিতে বৃহস্পতিবার রাত 3 টে পর্যন্ত ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলে । শুক্রবার সকাল থেকে ওই পার্কে ব্যাপক ভিড় হয় । পিকনিকের বিভিন্ন দল গাড়ি নিয়ে আসে । রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি । ফলে গ্রামের রাস্তায় যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয়ে স্থানীয়দের ।