পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল - puja

দত্তপুকুরের বুড়োমায়ের পুজো শুরু হওয়ার পর এলাকার বাকি পুজো শুরু হয় ৷ রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত এই পুজোর মাহাত্ম্যের জন্য বহু দূরদূরান্ত থেকে এখানে ভক্তদের সমাগম হয় ৷

Durga Puja Special
Durga Puja Special

By

Published : Sep 24, 2021, 5:28 PM IST

দত্তপুকুর, 24 সেপ্টেম্বর : দত্তপুকুরের বুড়োমায়ের পুজো ৷ এক ডাকে এই পুজোকে সবাই চেনে ৷ কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র রায় এই অঞ্চলে নৌকা বিহারে এসেছিলেন ৷ জায়গাটি খোঁড়ার সময় প্রমাণস্বরূপ জাহাজের টুকরো পাওয়া গিয়েছিল ৷ তারপর থেকেই জায়গাটি রাজার ভীষণ পছন্দ হয়ে যাওয়ায় নাতিকে এখানে বাড়ি করে দেন ৷ তখনই রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোটি প্রতিষ্ঠা করেন আজ থেকে প্রায় 351 বছর আগে ৷

বর্তমানে রায়বাড়ির চারজন শরিক এই পুজো করে আসছেন ৷ মাঝে মাঝে অভাব অনটন দেখা দিলেও বুড়োমার পুজো আজ পর্যন্ত কখনও বন্ধ হয়নি ৷ দু'বেলা অন্নভোগ বুড়োমার পুজোর অন্যতম বৈশিষ্ট্য ৷ তাঁর পুজো শুরু না হওয়া পর্যন্ত এই গোটা দত্তপুকুর, বারাসত কোনও এলাকার পুজো শুরু হয় না ৷ বিসর্জনের ক্ষেত্রেও নিয়ম এক ৷ বুড়োমার বিসর্জন হওয়ার পর অন্যান্য প্রতিমার বিসর্জন হয় ৷ এর জন্য বৃহস্পতিবার ও শনিবার যাই পড়ুক, দশমীর দিন বুড়োমার বিসর্জন হয় ৷ করোনার কথা মাথায় রেখে দেবী বুড়োমার পুজোতে এবারেও থাকছে বিধিনিষেধ ৷ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর রেণুকা রায় জানান, এ বছর সাধারণের জন্য বন্ধ থাকবে ভোগ বিতরণ ৷ শুধুমাত্র বুড়োমার পুজোর জন্য যেটুকু প্রয়োজন হয় সেইটুকু ভোগই রান্না হবে ৷

আরও পড়ুন :Chandrakona Kumartuli : শেষবেলায় কম বাজেটের বরাত, অল্প সময়ে প্রতিমা প্রস্তুত করাই চ্যালেঞ্জ চন্দ্রকোণার শিল্পীদের

অন্যান্য পুজোতে মায়ের দশ হাত বাইরে থাকলেও বুড়োমায়ের দুটি হাত কেবল বাইরে থাকে ৷ বাকি হাত চুলে ঢাকা অবস্থায় থাকে ৷ মায়ের দালানে বসেই মূর্তি তৈরি করেন শিল্পী ৷ মায়ের পুজোর সঙ্গে জড়িত শিল্পী থেকে পুরোহিত সকলেই বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন ৷ মহালয়ার আগে কৃষ্ণপক্ষের পঞ্চমীর দিন বোধন শুরু হওয়া থেকেই এখানে পুজো শুরু হয়ে যায় ৷ পুজো চলে 17 দিন ধরে ৷

প্রাচীন এই বুড়োমার পুজোয় দূরদূরান্তের বহু মানুষের সমাগম হয় ৷ তবে বিগত দু‘বছর ধরে করোনা সংক্রমণের জেরে তা অনেকটাই কমেছে ৷ রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত দত্তপুকুর শিবালয়ে অবস্থিত এই পুজো এবার 351 বছরে পা দিল ৷

আরও পড়ুন :Mamata Banerjee : শীতলা মন্দিরে আরতি মমতার, সঙ্গী পিকে-অভিষেক-সুব্রত বক্সী

ABOUT THE AUTHOR

...view details