বারাসত, 13 অক্টোবর: বাংলা ও বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো ৷ এ পুজো সর্বজনীন, মানে সবার পুজো ৷ আর এই উৎসবে,পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এগিয়ে এল বারাসত নবপল্লির কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি ৷ সপ্তমীর রাতে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল এই পুজো কমিটি ৷ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নিজে উপস্থিত থেকে অসহায় মানুষদের হাতে এই সাহায্য তুলে দেন ৷
এই পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, মূলত বারাসত স্টেশন চত্বর-সহ অন্যান্য় কিছু এলাকার অসহায় মহিলা,পথশিশু এবং ভবঘুরেদের হাতে এদিন তুলে দেওয়া হয় নতুন পোশাক। খাদ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক বিবর্তন সাহা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।