পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা থাকতে আপনাদের কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না : মমতা

আজ নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে বনগাঁয় ও নদিয়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্যে বারবার উঠে এল BJP-র মিথ্যে কথা বলে ভোট নেওয়ার কথা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 4, 2020, 4:01 PM IST

বনগাঁ, 4 ফেব্রুয়ারি : ক্ষমতায় আসার পর মতুয়া ভোটব্যাঙ্ক ছিল তাঁর কাছে একটা শক্তিশালী অস্ত্র ৷ কিন্তু, লোকসভা ভোটে প্রথম ধাক্কাটা খান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মতুয়া ভোটব্যাঙ্কের মধ্যে হয়েছে ভাগ ৷ কারও কারও সমর্থন BJP-কে, কারও তৃণমূল ৷

সামনের বছর বিধানসভা নির্বাচন ৷ মতুয়া ভোটব্যাঙ্কের ভোট হারানোর ভুল আর করতে চাইছেন না মমতা ৷ তাই, আজকের সভা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, তিনি তাঁদের সঙ্গে ছিলেন, আছেনও ৷ BJP যে মিথ্যে কথা বলে আসনগুলো জিতেছে, অভিযোগ করলেন তাও ৷ বললেন, "শুধু মিথ্যে কথা বলে এখান থেকে আসন জিতে চলে গেল ৷ নির্বাচনের আগে কিছু টাকা দিয়ে দিচ্ছে ৷ যারা নির্বাচনের আগে টাকা দেয়, তাদের উদ্দেশ্য অন্য থাকে ৷" এই টাকা না নেওয়ার আবেদন করেন তিনি ৷ বলেন, "টাকা নেবেন না ৷ টাকার বদলে ভোট দেবেন না ৷ পাঁচ হাজার টাকা একদিনে ফুরিয়ে যায় ৷ কিন্তু, জীবন চলে গেলে জীবন দিতে কেউ এগিয়ে আসে না ৷ ঠিকানা হারিয়ে গেলে, কেউ ঠিকানা দিতে এগিয়ে আসে না ৷"

বিধানসভা নির্বাচনের আগে ফের BJP ভোট চাইতে আসবে ৷ সবই ভোট পাওয়ার বাহানা বলে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "নির্বাচনের আগে এসে আবার অনেক বড় বড় কথা বলবে ৷ গত নির্বাচনের আগে হঠাৎ বড়মাকে দেখতে চলে এল ৷ যেন কত ভালোবাসে ৷ ওটা ভোটকে ভালোবাসা ৷ বড়মাকে ভালোবাসা নয় ৷ বড়মাকে ভালোবাসলে 30 বছরে একবারও খোঁজ নিয়েছিল ৷ মতুয়ারা কেমন ছিল কখনও খোঁজ নিয়েছে ৷"

আজ বনগাঁর স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর কথায় বারবার উঠে এসেছে BJP মিথ্যে কথা বলছে ৷ তারা যা করছে, সবটাই ভোট পাওয়ার জন্য ৷ বলেন, "আমি যা বলছি মিডিয়ার সামনে বলছি ৷ যে কেউ আমার কথার চ্যালেঞ্জ করতে পারেন ৷ আমি আইন যতটুকু দেখেছি, এটা নিয়ে আমরা প্রথম থেকেই লড়াই করছি ৷ ওরা আইন অনুযায়ী, আপনাদের নাগরিকত্ব দেবে কি না ঠিক করবে ৷ ওরা কে আপনাদের নাগরিকত্ব দেওয়ার ? কেন্দ্রীয় সরকার যেমন নির্বাচিত, রাজ্য সরকারও নির্বাচিত ৷ আমরা আপনাদের সবাইকে নাগরিকত্বের অধিকার দিয়ে রেখেছি ৷ আমরা থাকতে আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না ৷"

জনসভায় তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে BJP-কে আক্রমণ করেন তিনি ৷ পৌনে দু'টো নাগাদ নদিয়ার উদ্দেশে রওনা দেন তিনি ৷ সেখানে হাবিবপুরের ছাতিমতলা মাঠে জনসভায় যোগ দেন ৷ সেখানেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কথা বলেন তিনি ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "বাংলার ঘরে ঘরে রুখে দাঁড়াবেন মহিলারা ৷ আমি উদ্বাস্তুদের নিঃশর্তে জমির দলিল দিয়েছি ৷ কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গুলি চালাতে বলছেন ৷ ইচ্ছামতো রাস্তায় গুলি চালানো হচ্ছে ৷ গুলি চালানোর হুমকি দিচ্ছে BJP ৷"

ABOUT THE AUTHOR

...view details