পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা এলাকাবাসীর, উদ্ধার প্রচুর গাঁজা - North 24 Paragana

মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা । দেগঙ্গার নেতাজি পল্লি এলাকার ঘটনা ।

Public attack on weed seller's house Deganga, destroy huge amount of weeds
দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতার হামলা, মিলল প্রচুর গাঁজা

By

Published : Feb 2, 2020, 9:45 PM IST

দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লি এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালালেন সেখানকার বাসিন্দারা ।মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃদ্ধা সবিতা নন্দী, তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন অরুণ পালিত । এই ব্যবসায় তাকে সাহায্য করত তার স্ত্রী মায়া ও ৭০ বছরের শাশুড়ি । আরও অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গেও জড়িত ছিল তারা । শনিবার ওই এলাকা থেকেই এক যুবতি তার দু'মাসের শিশুকে রেখে নিখোঁজ হয়ে যায় । সন্দেহ গিয়ে পড়ে মাদক ব্যবসায়ীর পরিবারের উপর । অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানাতেও । এরপর রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা । নিখোঁজ ওই যুবতির খোঁজ করতে গিয়ে অরুণের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা । এরপরই উত্তেজিত জনতা ওই গাঁজায় আগুন লাগিয়ে দেয় । বিক্ষোভও দেখায় তারা ।

দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতার হামলা, মিলল প্রচুর গাঁজা
স্থানীয় বাসিন্দা রিয়া দত্ত বলেন,"প্রথমে ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকার বাসিন্দাদের । এরপর জোর করে ঘরে ঢোকা হয় । ঠাকুর ঘরের পিছন থেকে পাওয়া যায় একের পর এক গাঁজার প্যাকেট । সেগুলো পুড়িয়ে দেওয়া হয় ৷" তার অভিযোগ, "মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গে জড়িত এরা । পুলিশ তদন্ত করলেই তা সামনে আসবে ।" দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা নারী পাচারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details