বাগদা, 20 জানুয়ারি : টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি । এমনি অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা (protest of TMC supporters against party leader) । বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক পোস্টার-ব্যানার পতাকা হাতে নিয়ে বাগদা-দত্তফুলিয়া সড়কের নলডুগারি বাজারে অবরোধ করেন । তাঁদের মূল অভিযোগ, বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোরচন্দ্র হালদারের বিরুদ্ধে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ।
অবরোধকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে তাঁরা জানতে পারেন সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দু'জন করে সরকারি প্রতিনিধি নিয়গ করা হয়েছে৷ তাঁদের নাম দিন দু'য়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও আপলোড হয়েছে৷ বিক্ষোভকারীদের দাবি, সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে আলোচনা না করেই এই সরকারি প্রতিনিধি নিয়োগ করেছেন অঘোরচন্দ্র হালদার । তাই তাঁকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং নতুন করে কমিটি নিয়োগ করতে হবে ।