পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medical Student Dies: মেডিক্যাল ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে তপ্ত বরানগরের হাসপাতাল, ব্যাহত পরিষেবা

বরানগর (North 24 parganas news) হাসপাতালের হস্টেল থেকে মিলল মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ (Medical Student Dies)। গাফিলতির জন্যই তাঁর মৃত্যু হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ এবং স্লোগানে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর (Medical Students Protest)।

protest-in-north-24-parganas-hospital-over-mysterious-death-of-medical-student
মেডিক্যাল ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে তপ্ত বরানগরের হাসপাতাল, ব্যাহত পরিষেবা

By

Published : Nov 29, 2022, 1:16 PM IST

Updated : Nov 29, 2022, 3:50 PM IST

বরানগর, 29 নভেম্বর:বিশেষ ভাবে সক্ষমদের জন্য হাসপাতালের হস্টেলে মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল বরানগরের বনহুগলিতে (Medical Student Dies)৷ মৃতের নাম প্রিয়রঞ্জন সিং । বাড়ি বিহারের গয়ায় । সোমবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ (Medical Students Protest)। ছাত্রদের দাবি, তখনও বেঁচে ছিলেন প্রিয়রঞ্জন ৷ কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়েই তাঁর মৃত্যু হয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা । দফায় দফায় বিক্ষোভ এবং স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর । পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে তাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও । যার ফলে কার্যত থমকে রয়েছে হাসপাতালের পরিষেবা (North 24 parganas news)।

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিকে বিশেষভাবে সক্ষমরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন । সেখানকার হস্টেল থেকেই মিলেছে পড়ুয়ার ঝুলন্ত দেহ । যা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বনহুগলির ওই হাসপাতাল চত্বর । জানা গিয়েছে, বছর 23-র প্রিয়রঞ্জনের বাড়ি বিহারের গয়ায় । তিনি মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন । সোমবার রাতে হাসপাতাল লাগোয়া বয়েজ হস্টেলে তাঁর খোঁজ করতে গিয়ে সহপাঠীরা দেখতে পান, ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করছেন । সেই দৃশ্য দেখে যতক্ষণে তাঁকে আটকাবেন, ততক্ষণে তিনি গলায় ফাঁস লাগিয়ে সিলিংয়ে ঝুলে পড়েছেন । সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় নিচে নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় । যদিও সঠিক সময়ে জরুরি পরিষেবা এবং অ্যাম্বুলেন্স না মেলায় তাঁকে দ্রুত সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে । অ্যাম্বুলেন্স না মেলায় শেষে নিরুপায় হয়ে বাইকে করে দুই সহপাঠী তাঁকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছন, তখন সবকিছু শেষ । চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে মেডিক্যাল পড়ুয়ার । এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের সহপাঠীরা । শুরু হয় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এবং স্লোগান । বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, ন্যায়বিচার দিতে হবে মৃত প্রিয়রঞ্জনকে । সেই সঙ্গে তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন:অক্সিজেন না দেওয়ায় ইএসআই হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ, সুপারকে ঘিরে বিক্ষোভ পরিবারের

এই বিষয়ে নীলকন্ঠ ভট্টাচার্য নামে এক পড়ুয়া বলেন, "এই হাসপাতালে মেডিক্যাল পরিষেবা বলতে কিছুই নেই । যার কারণেই প্রাণ দিতে হল প্রিয়রঞ্জনকে । আগেও বারবার বলা হয়েছে মেডিক্যাল পরিষেবা উন্নত করতে । শুধু আশ্বাসই মিলেছে । কোনও লাভ হয়নি । আমরা চাই, হাসপাতালের ডিরেক্টর এসে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুক । তা না হলে আন্দোলন জারি থাকবে ৷"

মেডিক্যাল ছাত্রের রহস্যমৃত্যুকে ঘিরে তপ্ত বরানগরের হাসপাতাল

যদিও এ বিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি ।

Last Updated : Nov 29, 2022, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details