বরানগর, 29 নভেম্বর:বিশেষ ভাবে সক্ষমদের জন্য হাসপাতালের হস্টেলে মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল বরানগরের বনহুগলিতে (Medical Student Dies)৷ মৃতের নাম প্রিয়রঞ্জন সিং । বাড়ি বিহারের গয়ায় । সোমবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ (Medical Students Protest)। ছাত্রদের দাবি, তখনও বেঁচে ছিলেন প্রিয়রঞ্জন ৷ কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়েই তাঁর মৃত্যু হয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা । দফায় দফায় বিক্ষোভ এবং স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর । পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে তাদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । চলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও । যার ফলে কার্যত থমকে রয়েছে হাসপাতালের পরিষেবা (North 24 parganas news)।
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিকে বিশেষভাবে সক্ষমরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন । সেখানকার হস্টেল থেকেই মিলেছে পড়ুয়ার ঝুলন্ত দেহ । যা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বনহুগলির ওই হাসপাতাল চত্বর । জানা গিয়েছে, বছর 23-র প্রিয়রঞ্জনের বাড়ি বিহারের গয়ায় । তিনি মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন । সোমবার রাতে হাসপাতাল লাগোয়া বয়েজ হস্টেলে তাঁর খোঁজ করতে গিয়ে সহপাঠীরা দেখতে পান, ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করছেন । সেই দৃশ্য দেখে যতক্ষণে তাঁকে আটকাবেন, ততক্ষণে তিনি গলায় ফাঁস লাগিয়ে সিলিংয়ে ঝুলে পড়েছেন । সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় নিচে নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় । যদিও সঠিক সময়ে জরুরি পরিষেবা এবং অ্যাম্বুলেন্স না মেলায় তাঁকে দ্রুত সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে । অ্যাম্বুলেন্স না মেলায় শেষে নিরুপায় হয়ে বাইকে করে দুই সহপাঠী তাঁকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছন, তখন সবকিছু শেষ । চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে মেডিক্যাল পড়ুয়ার । এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের সহপাঠীরা । শুরু হয় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এবং স্লোগান । বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, ন্যায়বিচার দিতে হবে মৃত প্রিয়রঞ্জনকে । সেই সঙ্গে তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা ।