বসিরহাট (উত্তর 24 পরগনা), 17 মে : নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়কের গ্রেফতারের আঁচ এসে পড়ল উত্তর 24 পরগনায় ৷ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার জেলার সীমান্তবর্তী শহর বসিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা । করোনা আবহে শাসকদলের এই আন্দোলনে এদিন কার্যত সামাজিক দূরত্ববিধি শিকেয় উঠেছিল । এদিন বসিরহাটের বাসন্তী হাইওয়ে, টাকি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ পরে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
নারদ মামলায় আচমকাই এদিন সকালে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই ৷ গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়কেও ৷ বাড়িতে হানা দিয়ে সিবিআইয়ের আধিকারিকরা তাঁদের নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে যায় । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল । এই খবর চাউর হতেই কার্যত লকডাউন উপেক্ষা করে নিজাম প্যালেসের সিবিআই দফতরের সামনে জড়ো হতে শুরু করেন শাসকদলের কর্মী-সমর্থকরা । একসময় তাঁদের বিক্ষোভ, ইটবৃষ্টিতে রণক্ষেত্রে চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর । পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয় । কলকাতার সেই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলাতেও । দুপুর গড়াতেই বিক্ষোভের সেই ছবি ধরা পড়েছে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী শহর বসিরহাটেও । রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে । এখানেও করোনার বিধিনিষেধ অমান্য করে আন্দোলনে নামার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।