বনগাঁ, 22 অক্টোবর:অর্জুন সিং (Arjun Singh) , সৌগত রায় (Saugata Roy)-দের সুরে সুর মিলিয়ে সভায় মাথা নত করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। একই সঙ্গে দলে যে দুর্নীতিগ্রস্থ লোকের জায়গা নেই তা আরও একবার স্পষ্ট করলেন তিনি। দল সেই দুর্নীতিগ্রস্থ লোকেদের চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে। এবং তা পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ হবে জানালেন বিশ্বজিৎ। এ নিয়ে তৃণমূলকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
সদ্য সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja)। দলীয় নির্দেশে কর্মীদের নিয়ে জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল কংগ্রেস। বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে কার্যত পঞ্চায়ের নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে ঘাসফুল শিবির (TMC) । শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস ও বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।
সেইমঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী-সহ তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "অনেক জায়গায় হয়তো কিছু কিছু জনপ্রতিনিধিদের উপরে আপনাদের কোনও অভিমান থাকতে পারে । আমি আজ এই মঞ্চ থেকে করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বচ্ছ ভাবমূর্তি নেই এমন কাউকে পঞ্চায়েত নির্বাচনে দল প্রার্থী করবে না ।"