গোবরডাঙা, 6 জানুয়ারি: পাওনা টাকা ফেরত চাইছিলেন বৃদ্ধা জেঠিমা । আর সেই কারণেই জেঠিমাকে গলা টিপে খুন করে ঘরের মধ্যে ফেলে রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে বারাসত আদালতে তোলা হয় ৷
26 ডিসেম্বর গোবরডাঙার দমকদ্দারপাড়া থেকে পুষ্প আচার্যর (65) দেহ উদ্ধার করে পুলিশ । সেই ঘটনার ন'দিনের মাথায় খুনের অভিযোগে বৃদ্ধার মেজো দেওরের ছেলেকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ । পেশায় গৃহশিক্ষক ধৃত যুবকের নাম পিন্টু আচার্য (Gobardanga Murder Case) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে পিন্টুর বিয়ের কথা চলছিল । সেই কারণে পিন্টু তার জেঠিমার কাছ থেকে 50 হাজার টাকা ধার নেয় । এরপর পুষ্পদেবী ধারের সেই টাকা চাইছিলেন । যা নিয়ে পিন্টুর সঙ্গে তাঁর ঝামেলাও হয় । পরবর্তীতে 26 ডিসেম্বর সন্ধ্যায় বন্ধ ঘর থেকে পুষ্পদেবীর দেহ উদ্ধার হয় ।