বসিরহাট, 17 নভেম্বর: নারকেল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে বালিকার মৃত্যু (Girl died in a bomb blast) ৷ কয়েকঘণ্টার মধ্যেই পুলিশের জালে ঘটনায় প্রধান অভিযুক্ত তৃণমূল কর্মী আবুল হোসেন গাইন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পাশের গ্রামে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল অভিযুক্ত ৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে (Prime accused in minakhan blast arrested within hours)। আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্তের এক আত্মীয়কেও আটক করা হয়েছে ৷ অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীর বাড়িতে মজুত রাখা বোমাকে নারকেল ভেবে খেলতে গিয়েই বিপত্তি ৷ মাচা থেকে বোমা পাড়তে গিয়ে তা বিস্ফোরণ ঘটে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুলেরই ভাগনি ঝুমা ৷
কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল, তা যদিও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ তাই তৃণমূল কর্মীকে জেরা করে এই বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, ঘটনার পর তড়িঘড়ি বালিকাকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে বালিকার ৷ বিস্ফোরণের ঘটনায় পরিবারের আরও দু'জন আহত হয়েছেন বলে দাবি এলাকার লোকজনের। কিন্তু তাদের কোনও খোঁজ মিলছে না। এই বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ।