বনগাঁ, 25 মে : "আগে আমরা চুরি করতাম । চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে ৷ কিন্তু এখন আর আমরা চুরি করি না । এখন চুরিটা করছে সরকার ।" মঙ্গলবার বনগাঁ মহাকুমা খাদ্য দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার সভাপতি দিলীপ রায়চৌধুরী । মঙ্গলবার রেশন ডিলারদের কমিশন বাড়ানো, কার্ড ব্লক না করা-সহ 14 দফার অবস্থান বিক্ষোভ করার দাবিতে ডেপুটেশন জমা দেন তারা (deputaion of ration dealrs at bangaon) ।
বিক্ষোভ থেকে রাজ্য সরকারকে চোর বলে দাবি করলেন বনগাঁ থানা শাখার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায় চৌধুরী । তিনি বলেন, "আগে আমরা চুরি করতাম আর সেই চুরির মাল খাদ্য দফতরে দিয়ে খেতে হত । রেশন ব্যবস্থা মানেই চুরির ব্যবসা । এখন রেশন ব্যবস্থার স্বচ্ছতা এসেছে তাই এত চিৎকার চেঁচামেচি করছে । আগে তো চুরির মালে পেট ভরে যেত । আর এখন চুরিটা করছে সরকার ।"