পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির - রাজ্যে আসছেন অমিত শাহ

বিজেপি সূত্রে খবর, সভায় উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার দলীয় কর্মী-সমর্থকরা হাজির থাকবেন । পাশাপাশি, মতুয়াদের বিভিন্ন শাখার নেতাদের উপর জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে ।

শাহের সভা
শাহের সভা

By

Published : Jan 28, 2021, 7:39 AM IST

ঠাকুরনগর, 28 জানুয়ারি : শনিবার ফের একবার রাজ্যে আসছেন অমিত শাহ । ঠাকুরনগরে ঠাকুরবাড়ির পাশের মাঠে সভা করবেন তিনি । জোরকদমে চলছে সেই সভার প্রস্তুতি । গতকাল সেই কাজ খতিয়ে দেখতে যান বিজেপি নেতা অমিত মালব্য ৷ সঙ্গে ছিলেন সভার দায়িত্বে থাকা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ প্রথমে তাঁরা ঠাকুরবাড়ি যান ৷ পরে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে সভাস্থল ও হেলিপ্যাড তৈরির কাজ খতিয়ে দেখেন ।

নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া সম্প্রদায় ৷ তাই এবারও মতুয়াদের মন পেতে অনেক আগে থেকেই উঠেপড়ে লেগেছে প্রতিটি রাজনৈতিক দল । এবার খোদ ঠাকুরনগরেই সভা করতে চলেছেন অমিত শাহ ৷ সেই সভায় কোনও খামতি রাখতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ বনঁগার সংসদ শান্তনু ঠাকুরের দাবি, ওই দিনের সভায় দুই লাখ মানুষের জমায়েত হবে ৷ ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে ৷ সভায় কোন অঞ্চল থেকে কত লোক আসবে সেই হিসাব নিয়েও গতকাল অমিত মালব্য ও জ্যোতির্ময় মাহাতের উপস্থিতিতে ঠাকুরবাড়িতে একপ্রস্থ আলোচনা হয় ৷ বিজেপি কর্মীরা ছাড়াও অমিত শাহ-র সভায় মাঠ ভরানোর দায়িত্বে থাকবেন মতুয়া দলপতিরা ।

আরও পড়ুন :ঠাকুরনগরে শাহ-র সভা হবে মতুয়া-বিজেপির যৌথ ব্যানারে

বিজেপি সূত্রে খবর, সভায় উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার দলীয় কর্মী-সমর্থকরা হাজির থাকবেন । পাশাপাশি মতুয়াদের বিভিন্ন শাখার নেতাদের উপর জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে । শান্তনু ঠাকুর বলেন, "আমাদের ধারণা, অমিতজির সভায় দুই লাখের বেশি মানুষের জমায়েত হবে । দলের অন্দরে এই বিষয়ে ইতিমধ্যেই জোরকদমে কাজ চলছে ৷"

যদিও, শাহ-র সভা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূলের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস ৷ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন । তাঁকে দেখার জন্য লোক হতেই পারে । কিন্তু নাগরিকত্ব নিয়ে কোনও পরিষ্কার ধারণা তিনি দিতে পারবেন না । মতুয়া মহাসংঘের প্রধান দাবি, নিঃশর্ত নাগরিকত্ব । সেটা নিয়ে তিনি বলুক । কিন্তু আমরা জানি, তিনি তা বলতে পারবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details