আমডাঙা, 27 জুন : হাসপাতালে প্রসূতি ও সদ্যোজাতের মৃত্যু । আজ সকালে ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার আমডাঙার । মৃতার নাম শাবানা বিবি (19) । মৃত্যুর পরই বেসরকারি ওই হাসপাতালের সামনে মৃতার পরিবারের লোকেরা দফায় দফায় বিক্ষোভ দেখায় । পথ অবরোধও করা হয় বেশ কিছুক্ষণ । পরে আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মৃত ওই মহিলার বাড়ি নদীয়ার দিগল গ্রামের ঝিকরা এলাকায় । গতকাল রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে আমডাঙার আওয়াল সিদ্ধির চৌমাথার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রয়োজনে সিজ়ার করেই প্রসব করানো হোক । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে আশ্বাস দিয়েছিল স্বাভাবিক পদ্ধতিতে প্রসব হয়ে যাবে মহিলার । পরিবারের অভিযোগ, স্বাভাবিক পদ্ধতিতে প্রসব করাতে গিয়েই ঘটে বিপত্তি । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় প্রসূতি ও সদ্যোজাতর ।
অভিযোগ, এরপরও মৃত অবস্থাতেই প্রসূতি ও সদ্যোজাতকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করে বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ । সেখান থেকে বিষয়টি জানার পরেই আজ দুপুরে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের লোকেরা । বেসরকারি ওই হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা । ফলে উত্তেজনা ছড়ায় এলাকায় । হাসপাতাল সংলগ্ন নৈহাটি-জিরাট রোড অবরুদ্ধও করে রাখা হয় বেশ কিছুক্ষণ । এর জেরে সাময়িক যানচলাচল ব্যাহত হয় । পরে, খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।