পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রাপোল সীমান্তে যত্রতত্র পড়ে ট্রাক চালকদের ব্যবহার করা পিপিই কিট

প্রতিদিন বাংলাদেশে গিয়ে জিনিসপত্র খালি করে ভারতে আসা লরি ও ট্রাক চালকদের পিপিই কিট খুলে রাখার জন্য একটি নির্দিষ্ট স্থানে ড্রাম রাখা রয়েছে । কিন্তু, অভিযোগ উঠেছে চালকরা সেই ড্রামে পিপিই কিট না ফেলে, পেট্রাপোল থেকে বনগাঁ যাওয়ার রাস্তার ধারে সেগুলি ফেলা হচ্ছে ৷

By

Published : May 30, 2021, 5:24 PM IST

PPE kits used by truck drivers at various places along the Petrapole border in north 24 pargana
পেট্রাপোল সীমান্তে যত্রতত্র পড়ে ট্রাক চালকদের ব্যবহার করা পিপিই কিট

বনগাঁ, 30 মে : আন্তর্জাতিক ট্রাকচালকদের ব্যবহার করা ছেঁড়া পিপিই কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁ-পেট্রাপোলের রাস্তার ধারে । আর যা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে ৷ এই ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্কিত ছয়ঘড়িয়া ও পেট্রাপোলের আশপাশের বাসিন্দারা । অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে আসা ট্রাক চালকদের ব্যবহার করা পিপিই কিট ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা আছে ৷ কিন্তু, তাঁরা তা মানছেন না ৷ প্রশাসনের নজরদারি এড়িয়ে রাস্তার ধারেই পিপিই কিট ফেলে দিচ্ছে চালক ও খালাসিরা ৷

করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছে চালু রয়েছে উত্তর 24 পরগনা বনগাঁর পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ৷ স্বাস্থ্যবিধি মেনে বন্দরের সমস্ত ট্রাকচালকদের পিপিই কিট পরা বাধ্যতামূলক । প্রতিদিন বাংলাদেশে গিয়ে জিনিসপত্র খালি করে ভারতে আসা লরি ও ট্রাক চালকদের পিপিই কিট খুলে রাখার জন্য একটি নির্দিষ্ট স্থানে ড্রাম রাখা রয়েছে । কিন্তু, অভিযোগ উঠেছে চালকরা সেই ড্রামে পিপিই কিট না ফেলে, পেট্রাপোল থেকে বনগাঁ যাওয়ার রাস্তার ধারে সেগুলি ফেলা হচ্ছে ৷

পেট্রাপোল সীমান্তে যত্রতত্র পড়ে ট্রাক চালকদের ব্যবহার করা পিপিই কিট

আরও পড়ুন : কোভিড হাসপাতালে যত্রতত্র পড়ে আছে পিপিই কিট-চিকিৎসার সরঞ্জাম, আতঙ্ক ঘুসুড়িতে

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে সপ্তাহে একদিন পরিষ্কার করতে আসে লোকজন । কিন্তু, দীর্ঘ সময় পিপিই কিট খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার কারণে এলাকায় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে ৷ বিষয়টির দিকে প্রশাসনের আরও বেশি করে নজরদারি করা দরকার বলে দাবি করেছেন গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details