জগদ্দল, 31 মে : সোমবার শ্যামনগরে দলীয় সভার মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "সুবিধাবাদীদের জন্য তৃণমূলের দরজা বন্ধ ।" নাম না-করে বিজেপি থেকে তৃণমূলে আসা নেতা-কর্মী নেতাদের উদ্দেশ্যে এই কথা বলেন অভিষেক । পুরনো কোনও দলীয় কর্মীর গায়ে হাত পড়লে দল ছেড়ে কথা বলবে না বলেও জানিয়েছিলেন তিনি ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই মঙ্গলবার জগদ্দল বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে তাঁর নাম করে পোস্টার পড়েছে (posters with comments of Abhishek Banerjee sparks controversy in Jagatdal) ৷ কোনও পোস্টারে লেখা, 'দরজা বন্ধ, সুবিধাবাদীদের কখনও তৃণমূলে নয় ৷ ' কোনও পোস্টারে আবার লেখা হয়েছে 'কোনও পুরনো কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না ৷' সব পোস্টারের নিচেই নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷
এ প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা জানা নেই । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার লাগিয়ে তাঁকেই অপমান করা হয়েছে । সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবাই শুনেছে । তার পরে তাঁর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে এভাবে পোস্টার করার মানে কী, জগদ্দলের বিধায়ক বলতে পারবেন । আর যদি আমার বিরোধিতা করে একাজ করে থাকে, তাহলে যতখুশি লাগাক ।"
অভিষেকের নাম করে জগদ্দলে পোস্টার আরও পড়ুন : স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে পুলিশ-ডাক্তার-নার্সের পোশাক তৈরি করাতে চান মমতা
জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম এ প্রসঙ্গে বলেন, "জানি না কে বা কারা এই পোস্টার লাগিয়েছে । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই তো পোস্টারে রয়েছে । নির্বাচনের পরে ভোট-পরবর্তী হিংসা মামলায় আমার একজন ঘনিষ্ঠকে মিথ্যে মামলায় সিবিআই আটকে রেখেছে । সঙ্গে আরও 4 জন আছে । আমার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিংকে এনআইএ তুলে নিয়ে গিয়েছে । তাহলে ভাবুন তারা কী করবে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমাদের ছেলেরা খুব খুশি । অর্জুন সিংকে উদ্দেশ্য করে পোস্টার, ব্যানার পড়েছে কি না বলতে পারব না । তবে বিজেপিও এ ধরনের পোস্টার লাগাতে পারে ৷ তবে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ।"