পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিনেত্রী না, লোকসভায় ভূমিপুত্র প্রার্থী চাই ! বসিরহাটে পোস্টারে টার্গেট নুসরত; একই সুর তৃণমূলে

Posters target actor Nusrat Jahan: বহিরাগত প্রার্থী চাই না, লোকসভায় স্থানীয় ভূমিপুত্র প্রার্থী চাই ৷ বসিরহাটে এমনই পোস্টার পড়ায় স্পষ্ট হল যে, স্থানীয় সাংসদ নুসরত জাহানের প্রতি তৈরি হয়েছে অসন্তোষ ৷ একই সুর ধরা পড়েছে তৃণমূলের অন্দরেও ৷

Posters target actor Nusrat Jahan
নুসরত জাহান

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:09 PM IST

বসিরহাটে পোস্টারে টার্গেট নুসরত

বসিরহাট, 30 নভেম্বর: উত্তর 24 পরগনার দলীয় সংগঠন নিয়ে যখন কোর-কমিটি গঠন করে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই আবার অস্বস্তি বাড়ল দলের সাংসদ নুসরত জাহানকে ঘিরে । বসিরহাটের এই তারকা সাংসদকে নিয়ে মাঝেমধ্যেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলকে । তারই মধ্যে এ বার সাংসদের প্রতি অনাস্থা প্রকাশ করে পোস্টার পড়ল বসিরহাটে । যেখানে বহিরাগত বা অভিনেত্রী নয়, লোকসভায় সৎ এবং শিক্ষিত প্রার্থী চাই, এই দাবিকে সামনে রেখে পোস্টারে ছয়লাপ বসিরহাটের কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকা । আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কুলটি গ্রামে । পোস্টারে অবশ্য সরাসরি সাংসদের নাম উল্লেখ না থাকলেও তাঁকে ইঙ্গিত করেই যে তাঁর সংসদীয় এলাকায় একাধিক পোস্টার পড়েছে, তা কিন্তু স্পষ্ট ! বিষয়টি আরও স্পষ্ট হয়েছে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথাতেই ।

বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম হয়ে রয়েছে হাড়োয়ার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকা । এর নেপথ্যে পোস্টার বিতর্ক । সেখানে একের পর এক পোস্টার পড়েছে বসিরহাটের তারকা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ইঙ্গিত করে । পোস্টারের একেবারে প্রথমেই লেখা, '2024-র লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বহিরাগত, অভিনেতা অথবা অভিনেত্রী চাই না । আমরা চাই, কাছের মানুষ । কাজের মানুষ ।' এরপরই লেখা রয়েছে, 'শিক্ষিত,সৎ,স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ভূমিপুত্রকে সাংসদ হিসেবে দেখতে চাই ৷' পোস্টারের একেবারে নিচে লেখা, 'তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা'! কুলটি গ্রামের একাধিক জায়গায় এই পোস্টার পড়তেই জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে ।

পোস্টার ঘিরে অস্বস্তিও বেড়েছে শাসকদলের অন্দরে । এলাকার তৃণমূল নেতারা তো প্রকাশ্যেই বলছেন, তাঁরা চান এলাকার ছেলেমেয়েদেরই প্রার্থী করা হোক । হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ‍্যক্ষ বাহার আলি মোল্লা সাফ বলছেন,তিনি এই ধরনের পোস্টার পড়ার কথা শুনেছেন । বলছেন, "একাধিক পোস্টার পড়েছে বলে শুনেছি । এখানকার সাংসদের উপর ক্ষোভ থাকতে পারে এলাকার মানুষের । আমরা চাই ঘরের ছেলেমেয়েকেই এখানে প্রার্থী করা হোক ৷"

একই সুর শোনা গিয়েছে কুলটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাবিব মোল্লার গলাতেও । তাঁর কথায়, "কারা পোস্টার দিয়েছে তা জানা নেই । তবে, আমরাও চাইছি সামনের লোকসভা নির্বাচনে বসিরহাট এলাকা থেকেই কারওকে তৃণমূলের প্রার্থী করা হোক । বহিরাগত নায়ক-নায়িকাদের বসিরহাট কেন্দ্র থেকে আবারও প্রার্থী যেন না করা হয়, সেই দাবি রাখব মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে । স্থানীয় কোনও প্রার্থী এলে এলাকার উন্নয়নের গতি যেমন ত্বরান্বিত হবে, তেমনই সুখে-দুঃখে এলাকার মানুষও সাংসদকে কাছে পাবে । যেটা সম্ভব নয় বাইরের কেউ প্রার্থী হলে ৷"

অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথাতেই স্পষ্ট, 2024-এর লোকসভা নির্বাচনে তাঁরা বসিরহাট কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হিসেবে নুসরত জাহানকে আর চাইছেন না । তাহলে কি বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহানকে নিয়ে খুশি নন এলাকার তৃণমূল নেতারাও ? প্রশ্ন থেকেই যাচ্ছে । এ দিকে,বছর ঘুরলেই লোকসভা ভোট । সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দলই । ফলে, তৃণমূলের তরফে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে শেষ পর্যন্ত কাকে টিকিট দেওয়া হয়, সেটাই এখন দেখার !

প্রসঙ্গত,গত লোকসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন টলিউডের অভিনেত্রী নুসরত জাহান । সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ীও হন তিনি । কিন্তু,বারাবারই অভিযোগ উঠেছে, এলাকায় ঠিকমতো পাওয়া যায় না তাঁকে । তারই মধ্যে এ বার এই নয়া পোস্টার ঘিরে সাংসদ নুসরতকে নিয়ে বিতর্ক আরও বাড়ল ৷

আরও পড়ুন:

  1. এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতীর লড়াই, বসিরহাটে মৃত 1
  2. 'সব প্রশ্নের উত্তর দিয়েছি', সাড়ে 6 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে বললেন নুসরত
  3. 'এটা আমার বিষয় নয়', নুসরত প্রসঙ্গ এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details