পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে স্থান নেই, মুকুল-ঘনিষ্ঠদের বিরুদ্ধে পোস্টার বারাসতে - Barasat news

রতন ঘোষ দল ছাড়লেও আর এক বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার অবশ্য সেপথে এখনও হাঁটেননি । তা সত্ত্বেও রতন ঘোষের পাশাপাশি দুর্নীতির পোস্টার পড়েছে বাবু মাস্টারের বিরুদ্ধেও ।

North 24 Parganas news
ছবি

By

Published : Jun 13, 2021, 9:21 PM IST

বারাসত, 13 জুন : বিজেপি ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুকুল রায় ঘনিষ্ঠ রতন ঘোষের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ল জেলাসদর বারাসতে । জেলা পরিষদ ভবনের দেওয়াল থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন দোকানে সাঁটানো হয়েছে এই পোস্টার‌ । তবে, শুধু রতন ঘোষের নামেই নয়, জেলার আর এক বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের বিরুদ্ধেও একইভাবে পড়েছে দুর্নীতির পোস্টার । পোস্টারে ওই দুই নেতাকে মীরজাফর উল্লেখ করে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্তদের তৃণমূলে কোনও স্থান নেই । পোস্টারের নিচে লেখা রয়েছে, এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ।

রবিবার সকালেই বনগাঁয় নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগের কথা ঘোষণা করেন রতন ঘোষ । গেরুয়া শিবিরের নীতি আদর্শের সঙ্গে মানিয়ে নিতে না পারার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি । সেই সঙ্গে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশও করেন ।

রতন ঘোষ দল ছাড়লেও আর এক বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার অবশ্য সেপথে এখনও হাঁটেননি । তা সত্ত্বেও রতন ঘোষের পাশাপাশি দুর্নীতির পোস্টার পড়েছে বাবু মাস্টারের বিরুদ্ধেও ।

রাজনৈতিক মহলের ব্যাখা, যেহেতু বিধানসভা ভোটের ঠিক আগে এই দুই নেতা তৃণমূল ছেড়ে একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন । সেহেতু একজন বিজেপি ছাড়ায় অপরজনেরও আগামীদিনে গেরুয়া শিবির ত্যাগ করার সম্ভাবনা রয়েছে । সেই সম্ভাবনা থেকে তৃণমূলে যাওয়ার পথ বন্ধ করতেই আগেভাগে বাবু মাস্টারের বিরুদ্ধেও পোস্টার দিয়ে রাখলেন দলের কর্মী-সমর্থকরা ।

মুকুল রায় ঘনিষ্ঠ রতন রায়ের বিরুদ্ধে পোস্টার বারাসতে

পোস্টারে বিজেপির ওই দুই নেতার বিরুদ্ধেই তোলাবাজি, গরু পাচার সহ দুর্নীতির একাধিক অভিযোগে আনা হয়েছে । বাবু মাস্টারের বিরুদ্ধে আবার অস্ত্র আমদানির মতো গুরুতর অভিযোগ করা হয়েছে পোস্টারের মাধ্যমে‌ । ওই দুই নেতাকেই শুভেন্দু অধিকারীর "চেলা" বলে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । ফলে, শাসকদলে যোগ দেওয়ার আগে দুর্নীতির পোস্টারে রীতিমতো বিদ্ধ এই দুই বিজেপি নেতা ।

এদিকে ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই এসব করতে যাবে । পরিকল্পনা করেই কেউ এসব কাজ করছে । রতন ঘোষকে দলে নেওয়া হবে কিনা সেটা দলের সর্বোচ্চ নেত্রীই ঠিক করবেন । দল যদি রতন ঘোষের সম্পর্কে জানতে চায়, তখন সেবিষয়ে জানাব ।"

ঘটনায় জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির দিকে ইঙ্গিত করলেও এবিষয়ে গেরুয়া শিবিরের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details