পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Poster Against Koustav Bagchi: ব্যারাকপুরে কৌস্তভকে সামাজিক বয়কটের ডাক, তৃণমূলের তরফে পোস্টার বলে দাবি কংগ্রেস নেতার - Poster Against Koustav Bagchi

ব্যারাকপুরে কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার (Poster Against Koustav Bagchi) ৷ তৃণমূলের তরফে পোস্টার ফেলা হয়েছে বলে দাবি এই কংগ্রেস নেতার ৷

Poster Against Koustav Bagchi
কৌস্তভ বাগচী

By

Published : Mar 6, 2023, 8:51 PM IST

ব্যারাকপুরে কৌস্তভকে সামাজিক বয়কটের ডাক

ব্যারাকপুর, 6 মার্চ: ব্যারাকপুর জুড়ে কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের পোস্টার পড়ল । তাতে লেখা রয়েছে, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর ও অশালীন মন্তব্যের জেরে আমাদের এলাকার সাংস্কৃতিকে সারা বাংলার কাছে প্রতিপন্ন করছে ৷' তাঁকে বয়কট করা হোক । নিচে লেখা ব্যারাকপুরবাসীর পক্ষ থেকে । তবে কৌস্তভ বাগচীর দাবি, তৃণমূলের তরফে এই পোস্টার লাগানো হয়েছে । কারণ তিনি যার সম্বন্ধে মন্তব্য করেছেন ৷ তাতে তৃণমূলের গায়েই লাগার কথা ৷ যথারীতি তা লেগেছে ৷

তিনি আরও দাবি করেন, এটা তৃণমূল ছাড়া কারও কাজ নয় ৷ তিনি কোনও সমালোচনা করোননি বলে জানান ৷ কৌস্তভ বলেন, "একটি লেখকের বই যা বাজারে পাওয়া যায় ৷ সেই বইয়ের কিছুটা অংশ আমি পড়ে শুনিয়েছি এবং যারাই পোস্টার লাগিয়েছে তাদের কোনওরকম সংগঠন ব্যারাকপুরে আছে বলে আমার জানা নেই ৷ আর আমাকে বয়কট করার কথা যারা বলছে, তারাই হয়ত আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে । আমাকে অনেক তৃণমূলের লোকই হোয়াটসঅ্যাপে ও ফোন করে দীপক ঘোষের লেখা সেই বইয়ের কপি চাইছে । রাস্তায় বেরোলে সবাই আমার সঙ্গে কথা বলছে । আমি দোকান বাজার সবই করছি । কোথাও বাধা আমায় পেতে হয়নি ।"

সামাজিক বয়কটের কোনও লক্ষণই তিনি টের পাননি বলে কৌস্তভ জানান ৷ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাসের অবশ্য দাবি, কৌস্তভ যে কাজটি করছেন ঠিক করেননি ৷ একজন মুখ্যমন্ত্রীর নামে অশালীনকর বক্তব্য পেশ করেছেন তিনি । তাঁর শালীনতার অভাব রয়েছে । উত্তম দাস বলেন, "গণতন্ত্রে সবারই স্বাধীনতা আছে কিছু বলার ৷ কিন্তু উনি প্রত্যেকটি কথাই গণতন্ত্রকে উপেক্ষা করে কথা বলা হয়েছে । গণতন্ত্রের একটা সীমা থাকা উচিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য কী করেছে, সেটা রাজ্যের মানুষ জানে ৷ 2021 সালে বিরোধীরা জিততে পারেনি তার কারণেই হয়ত এ ধরনের কাজ করছে ।" এই পোস্টার আমরা লাগায়নি এবং পোস্টার লাগানোর বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন:প্রতিবাদী সত্ত্বা নিয়ে নিজেকে গ্যালিলিওর সঙ্গে তুলনা করলেন 'ন্যাড়া' কৌস্তভ বাগচী

ABOUT THE AUTHOR

...view details