বাগদা (উত্তর 24 পরগনা), 14 জুন : বাগদা বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা । পোস্টারে বিশ্বজিৎকে মীরজাফর বলে উল্লেখ করে লেখা রয়েছে, "মীরজাফরের স্থান নেই তৃণমূলে ।" সোমবার সকালে উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা বাজার জুড়ে পোস্টারগুলি চোখে পড়ে স্থানীয়দের ।
2019-এর জুনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বনগাঁ উত্তরের দু'বারের বিধায়ক বিশ্বজিৎ দাস । বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বাগদা কেন্দ্র থেকে জয়ী হন তিনি । মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে বেসুরো হন তিনি । সেখান থেকেই তৃণমূলে যোগদানের জল্পনা শুরু । এর পরই হেলেঞ্চা বাজার জুড়ে বিশ্বজিৎ দাসের দুর্নীতির কথা তুলে ধরে একাধিক পোস্টার পড়ে । হেলেঞ্চার তৃণমূল কর্মীরা যে বিশ্বজিৎ দাসকে ফের তৃণমূলে চান না, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পোস্টারে ৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা রয়েছে, "বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস গরু পাচারের সঙ্গে যুক্ত । প্রতি মাসে ২০ থেকে ২৫ লক্ষ টাকা তুলত এখান থেকে। গরু পাচারকারী স্মাগলার বিশ্বজিৎ দাসের তৃণমূলে কোনও স্থান নেই ।"- এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ।