পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তোলাবাজ, দাঙ্গাবাজ প্রমাণ করলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব : সুনীল

বেসুরো মুকুল ঘনিষ্ঠ সুনীল সিং ৷ তিনি বলেন, "এখনও বিজেপিতে আছি ৷" তাঁর বিরুদ্ধে তোলাবাজ, দাঙ্গাবাজ পোস্টার পড়ায় মাথাব্যাথা নেই বলে জানালেন তিনি ৷

'তোলাবাজ', 'দাঙ্গাবাজ' প্রমাণ করলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব : সুনীল
'তোলাবাজ', 'দাঙ্গাবাজ' প্রমাণ করলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব : সুনীল

By

Published : Jun 14, 2021, 2:24 PM IST

বারাকপুর, 14 জুন : একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল ছেড়ে পদ্মে যোগ দেন অনেকে ৷ রাজ্যে ফের তৃণমূলের জয়ের পর ঘর ওয়াপসি দলবদলুদের ৷ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিধায়ক মুকুল রায় ৷ তাঁর ঘনিষ্ঠরাও বেসুরো হয়েছেন ৷ মুকুল ঘনিষ্ঠ সুনীল সিংয়ের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা চলছে তুঙ্গে ৷ তাঁরই মধ্যে ব্যারাকপুরে সুনীলের বিরুদ্ধে গদ্দার সুনীলকে দলে নেওয়া যাবে না বলে দেওয়ালে দেওয়ালে পোস্টার মেরেছেন তৃণমূল কর্মীরা ৷ পোস্টারে সুনীলকে 'দাঙ্গাবাজ' ও 'তোলাবাজ' বলে উল্লেখ করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷

গতকাল ব্যারাকপুরের গাড়ুলিয়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোস্টার দেখা যায় ৷ পোস্টারে লেখা রয়েছে, "তোলাবাজ ও দাঙ্গাবাজ সুনীল সিংকে তৃণমূল কংগ্রেসে নেওয়া যাবে না ৷ গদ্দার সুনীল সিংকে নেওয়া চলবে না ৷ বাঙালি বিদেশি সুনীল সিংকে তৃণমূলে নেওয়া কোনওরকম মানছি না, মানব না ৷" নিচে লেখা, নোয়াপাড়া তৃণমূল যুব কংগ্রেস ৷

কী বললেন সুনীল সিং, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : Mukul Roy in tmc : তৃণমূলে ছেড়ে যাওয়া পদেই প্রত্যাবর্তন হতে পারে মুকুলের

পোস্টার বিতর্ক নিয়ে বেসুরো সুনীল সিং অবশ্য পাল্টা দাবি করেন, "যদি কেউ প্রমাণ দিতে পারে আমি তোলাবাজ, বা এধরণের কাজের সঙ্গে যুক্ত, তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব ৷ কে রাতে পোস্টার মারছে না মারছে তা নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই ৷"

2019 সালের লোকসভা নির্বাচনের পর অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূলের এই বিধায়ক বিজেপিতে যোগ দেন ৷ এর আগেও তৃণমূলে ফিরছেন বলে জল্পনা শুরু হয় ৷ বিধানসভা নির্বাচনের আগে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেন, বেশ খানিকক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ সেই থেকেই তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছিল ৷

তারপর বিজেপিতে থাকাকালীন বড়ো মাপের নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয় ৷ মুকুলের তৃণমূলে যোগে সুনীলের তৃণমূলে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে জোরদার ৷ সেই সমস্ত জল্পনা নাকচ করে বিজেপিতে থাকছেন বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

ABOUT THE AUTHOR

...view details