পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll violence: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে - Allegation of attack

ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকার তিন বিজেপি প্রার্থী ৷ বাড়িতে হামলা চালানোর অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷

Post Poll violence
বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

By

Published : Jul 13, 2023, 4:20 PM IST

বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

বারাসত, 13 জুলাই: রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতে বিজেপির তিন প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, কাঁচের বোতল ছোঁড়ায় আতঙ্কিত প্রার্থীরা ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে এসেছে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকায়।

অভিযোগ, ঘটনায় সময় রাস্তার লাইট নিভিয়ে অন্ধকারে তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পঞ্চায়েতের তিন বিজেপি প্রার্থী নৃপেন ধর,অনিমা মণ্ডল ও নিতীশ মণ্ডল ৷ আতঙ্কে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতিতে জিতে আসা স্থানীয় তৃণমূল নেতা গোপাল রায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজেপি প্রার্থী অনিমা মণ্ডল বলেন,"রাতের অন্ধকারে বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। তাতে বাড়ির টালির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচের বোতলও ছোঁড়া হয়েছে বাড়ি লক্ষ্য করে। রাত হলেই আতঙ্কে থাকতে হচ্ছে । বাড়ি থাকাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে । কখন ফের হামলা হয়, এই ভেবে ।"

একই সুর শোনা গিয়েছে ভুক্তভোগী বিজেপি প্রার্থী নিতীশ মণ্ডলের গলাতেও । তাঁর কথায়, "রাতে পরপর দু'বার হামলা চলে বাড়িতে। প্রথমবার বাড়ির শাটারে বড় কাঠ দিয়ে পেটাতে থাকে একদল দুষ্কৃতী। তখন পালিয়ে গেলেও দ্বিতীয়বার ফের এসে ইট-পাটকেল এবং কাঁচের বোতল ছোড়ে বাড়ি লক্ষ্য করে। এতে যথেষ্ট আতঙ্কিত আমরা। যেভাবে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে তাতে প্রাণঘাতী হামলার আশঙ্কাও রয়েছে। নিরাপত্তাহীনতবোধ করছি আমরা ।"

যদিও এই অভিযোগ মানতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতা গোপাল রায়। তিনি বলেন, "আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। হিংসাতে নয় । আমি যতদূর জানি প্রার্থী নির্বাচন থেকে শুরু করে ভোট প্রক্রিয়া, যাবতীয় বিষয় নিয়ে ওদের নিজেদের মধ্যেই কোন্দল রয়েছে । সেই কোন্দল থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে । তবে, যাই ঘটুক সেটা বাঞ্ছনীয় নয় ।"

আরও পড়ুন: হাওড়া-হুগলি-উত্তর 24 পরগনার কিছু বুথে ভোট বাতিল, হবে ফের নির্বাচন; জানাল কমিশন

উল্লেখ্য, পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের 43 নম্বর বুথ থেকে এবারে গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নৃপেন ধর । পাশের 47 ও 49 নম্বর বুথ থেকে গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপির প্রতীকে লড়াই করেন যথাক্রমে নিতীশ মণ্ডল এবং অনিমা মণ্ডল । তবে, বিজেপির ওই তিন প্রার্থীই পরাজিত হন তৃণমূল প্রার্থীর কাছে । অভিযোগ, এরপর থেকেই বিজেপির তিন প্রার্থীকে শাসানি দেওয়া হচ্ছিল । চলছিল দুষ্কৃতীদের বাড়বাড়ন্তও । তারই মধ্যে বুধবার গভীর রাতে রাস্তার লাইট নিভিয়ে এলাকার ওই তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details