বারাসত, 11 ডিসেম্বর : ভোট পরবর্তী হিংসায় আহত হওয়ার পর গত 6 অগস্ট আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বারাসতের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলির (Post Poll Violence in Bengal) ৷ সেই মামলায় এবার খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল সিবিআই ৷ শনিবার সিবিআইয়ের এক তদন্তকারী দল বারাসতে নিহত বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে যান ৷ সেখানে দীর্ঘক্ষণ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI Enquiry on BJP Leader Death) ৷
ভোট পরবর্তী হিংসায় গত 25 জুন বারাসতের চন্দনপুরে নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলি ৷ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গত 6 অগাস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি নেতার ৷ পরিবারের অভিযোগ, ‘‘ওইদিন রাতের খাবার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘরে ঢুকে মহম্মদ আলিকে বেধড়ক মারধর করে ৷’’