বারাসত , 7 ডিসেম্বর : বারাসতে "গৃহ সম্পর্ক" কর্মসূচিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের মুখে উঠে এল "জয় শ্রীরাম", "ভারত মাতা কি জয়" ধ্বনি । অভিযোগ ,"আর নয় অন্যায়" প্রচারের লিফলেট বিলি করতে বেরিয়ে সাধারণ মানুষকেও তাঁর সঙ্গে গলা মেলাতে বলেন । এমনই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে । BJP নেতৃত্বের দাবি , "এটাই সাধারণ মানুষের মনের ধ্বনি । সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে তাঁরা "জয় শ্রীরাম", "ভারত মাতা কি জয়ধ্বনিতে সরব হয়েছে । যদিও বিষয়টি ভালো চোখে দেখছে না শাসকদল । পালটা তাঁরা এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে ।
"আর নয় অন্যায়" প্রচার কর্মসূচিতে যোগ দিতে রবিবার বিকেলে বারাসতের নবপল্লি সৃজন পার্ক এলাকায় আসেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । এরপর, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ওই এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে প্রচারের লিফলেট বিলি করেন তিনি । সেই সময় বিজেপির হয়ে ভোট চাইতে দেখা যায় তাঁকে । এমনকী , "জয় শ্রীরাম" , "ভারত মাতা কি জয়" ধ্বনিও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে । অভিযোগ, তিনি বলার পর সেই ধ্বনি সাধারণ লোকজনকেও বলতে বলা হয় । আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
বারাসতে কর্মসূচিতে জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা - নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সমালোচনা
আর নয় অন্যায় কর্মসূচির প্রচারে বারাসত এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । বিভিন্ন বাড়ি ও দোকানে লিফলেট বিলি করেন । সেই সময় তাঁর মুখে শোনা যায় 'জয় শ্রীরাম' ধ্বনি । শুধু তাই নয় সাধারণ মানুষকেও তিনি জয় শ্রীরাম ধ্বনি দিতে বলেন বলে অভিযোগ ।
ঘটনার নিন্দা করে জেলা তৃণমূলের মুখপাত্র ও বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন ,"শ্রী রামচন্দ্রের আরোগ্য দেবী হলেন মা দুর্গা । আর হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজো । সেই পুজো অসম ও ত্রিপুরায় বন্ধ করার চেষ্টা হয়েছিল । ওই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি । শুধু "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে হিন্দুধর্ম জাগ্রত করা যায় না । জাগ্রত করতে হলে হিন্দুদের সমস্ত আচার-অনুষ্ঠান মানতে হয় । রাজস্থান থেকে কে এসে জয় শ্রীরাম ধ্বনি দিল , তাতে হিন্দুত্বের পরিচয় মেলে না । এইভাবে লোককে "জয় শ্রীরাম" ধ্বনি বলানো অন্যায় । এর তীব্র নিন্দা করছি । এঁদের মানুষ চিনে গিয়েছে । 2021-এর ভোটেই এর জবাব পাবে গেরুয়া শিবির ।"
আরও পড়ুন , "কোনও নেতা খেতে দেবে না", কৈলাসকে বললেন প্রবীণ দোকানদার
যদিও জোর করে শ্রীরাম , ভারত মাতা কি জয় বলতে বলার অভিযোগ মানতে চায়নি বিজেপি । দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন ,"জয় শ্রীরাম , ভারত মাতার জয় এখন রাজ্যের মানুষের মনের ধ্বনি । মুখ্যমন্ত্রী এই ধ্বনি শুনে একসময় গাড়ি থেকে নেমে উত্তেজিত হয়ে পড়েছিলেন । সেখানে তাঁর দলের নেতাদের মনের অবস্থা তো একই হবে । ওঁরা মুখে হিন্দু নিয়ে লাফালাফি করে । হিন্দু ধর্মের জন্য প্রকৃত কিছুই তাঁরা করেননি । মেকি হিন্দুদের মানুষ এবারের ভোটে উপযুক্ত জবাব দেবে । " সবমিলিয়ে , একুশের ভোটের আগে জয় শ্রীরাম ধ্বনি রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে জেলা সদর বারাসতে ।