পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Policeman Arrested : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী ৷ তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই পুলিশকর্মী ৷ এরপরই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷

policeman arrested in rape charge from Nabadwip
Policeman Arrest : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কর্মী

By

Published : Aug 10, 2021, 6:46 PM IST

Updated : Aug 10, 2021, 7:31 PM IST

গোপালনগর ও রানাঘাট, 10 অগস্ট :ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী ৷ ধৃত যুবক নদিয়ার রানাঘাট থানা এলাকার হাবিবপুরের বাসিন্দা ৷ বর্তমানে তিনি আসানসোলে রাজ্য পুলিশের 7 নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত। সোমবার নবদ্বীপ থেকে তাঁকে গ্রেফতার করে উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃতের পরিবারের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই পুলিশকর্মীকে ৷

আরও পড়ুন :Rape : ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক গর্ভবতী তরুণী ৷ তিনি আটমাসের অন্তঃসত্ত্বা ৷ মেয়েটির দাবি, বছর খানেক আগে সোশ্য়াল মিডিয়ায় ওই পুলিশকর্মীর সঙ্গে আলাপ হয় তাঁর ৷ দ্রুত তা গড়ায় প্রেমে ৷ বছর পঁচিশের ওই তরুণীর বাড়ি গোপালনগরে ৷ তিনি নার্সিংয়ের ছাত্রী ৷ সম্পর্ক তৈরি হওয়ার পর তরুণীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অভিযুক্ত যুবকের ৷ তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই পুলিশকর্মী ৷ এরপরই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷

অভিযোগ, তরুণী গর্ভবতী হতেই তাঁকে এড়িয়ে যেতে শুরু করেন ওই যুবক ৷ এমনকী, তাঁকে বিয়ে করতেও অস্বীকার করেন তিনি ৷ এরপর গত 22 মার্চ ওই যুবকের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা ৷ সেই খবর কানে যেতেই গা-ঢাকা দেন অভিযুক্ত ৷ প্রায় তিন মাস এখানে-ওখানে পালিয়ে বেড়ান তিনি ৷ শেষমেশ সোমবার রাতে তাঁকে পাকড়াও করে পুলিশ ৷ মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

আরও পড়ুন :Malda Rape : অভিযোগ না তুললে খুন হবে বাবা, তৃণমূলের নাম করে ধর্ষিতার পরিবারকে হুমকি

অভিযুক্ত যুবকের বাবাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার ছেলে খুবই নিরীহ ৷ যেহেতু আমার ছেলে পুলিশের চাকরি করে, তাই ওকে ফাঁসানো হচ্ছে ৷ মেয়েটির গর্ভস্থ সন্তানের ডিএনএ পরীক্ষা করা হোক। যদি আমাদের বংশধর হয়, তাহলে আমরা তাকে মেনে নেব ৷’’ অন্যদিকে, বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘‘ধৃত পুলিশকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ৷ আজ (মঙ্গলবার) আদালতে গর্ভস্থ ভ্রূণের ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছেন তাঁরা ৷ বিচারক তা মঞ্জুর করেছেন ৷ পাশাপাশি, অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷’’

Last Updated : Aug 10, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details