বারাসত, 7 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ (Rising COVID cases in Bengal) । কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা জেলার পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও । এই পরিস্থিতিতে সংক্রামিত রোগীদের পাশে দাঁড়াতে ফের কোভিড হেল্পলাইন নম্বর চালুর ভাবনায় বারাসত জেলা পুলিশ (North 24 Parganas police to start COVID Helpline) । প্রয়োজনে প্রশাসনিক উদ্যোগে বন্ধ হওয়া 'অ্যাপস'-চালুর পরিকল্পনাও রয়েছে । এমনই ইঙ্গিত দিলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ।
পুলিশ সুপার বলেন, "করোনা নিয়ে পুলিশের তরফে সচেতনতা প্রচার চালানো হচ্ছে ৷ চলছে ধরপাকড়ও ৷ অন্যদিকে তেমনই সংক্রামিত রোগীদের পাশে দাঁড়াতে ফের কোভিড হেল্পলাইন নম্বর চালুর ভাবনাও রয়েছে আমাদের । এখনও পর্যন্ত সেই অর্থে অক্সিজেনের চাহিদা কিংবা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়নি । পরিস্থিতি অনুযায়ী আমরা সবরকমের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি । যদি কারোর অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে অক্সিজেন দিয়েও সাহায্য করা হবে পুলিশের তরফে । সেরকম হলে গতবারের মতো আলাদা অক্সিজেন হেল্পলাইন নম্বরও চালু করা হতে পারে ৷"