পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাইঘাটায় কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা রুখে দিল পুলিশ - গাইঘাটায় জোর করে বিয়ে

সপ্তম শ্রেনির ছাত্রীকে বছর চল্লিশের এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা গাইঘাটায় ৷ শেষ পর্যন্ত বিয়ে রুখে দিল পুলিশ। উদ্ধার করল কিশোরীকে ৷

Forcefully marriage stopped by police
গাইঘাটায়

By

Published : Mar 13, 2020, 9:10 PM IST

গাইঘাটা, 13 মার্চ: কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা রুখে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। পুলিশ সূত্রে জানা গেছে, গাইঘাটা থানা মোড় এলাকায় বাড়ি বছর চোদ্দর ওই কিশোরীর। তার বাবা নেই। আত্মীয়দের কাছে থাকে। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেনির ছাত্রী সে।

বৃহস্পতিবার রাতে পরিবারের লোকেরা তাকে পাশের গ্রামের চল্লিশ বছর বয়সী গৌতম বারুইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। বিয়েতে রাজি না হওয়ায় তাকে মারধরও করা হয় । মারের চোটে বিয়ের পিঁড়িতেই সে অজ্ঞান হয়ে পড়ে। অভিযোগ, তারপরেও বিয়ের মন্ত্রপাঠ চলতে থাকে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থান গৌতম বারুইয়ের বাড়িতে হাজির হয়। ওই সময় পুলিশের সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের অন্য আধিকারিকরাও। পুলিশ অনুষ্ঠান বাড়িতে ঢুকতেই পাত্র গৌতম বারুই চম্পট দেয়। তবে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। শুক্রবার তাকে স্থানীয় হোমে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা উত্তম মণ্ডল বলেন, "ওই কিশোরীর বিয়ের বয়স হয়নি। তবু তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। পুলিশ-প্রশাসন তা রুখে দিয়েছে।" এদিকে BDO আদিত্যবিক্রম হিরানীর নির্দেশে পাত্র গৌতম বারুই-সহ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details