পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীজপুরে বিজেপির পরিবর্তন যাত্রা আটকাল পুলিশ, লাঠিচার্জের অভিযোগ - বীজপুর

পুলিশের বিজেপির পরিবর্তন মিছিল আটকানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর 24 পরগনার বীজপুরে ৷ ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ ৷

clash-between-bjp-and-the-police-to-stop-the-paribartan-rally-in-north-24-pargana
পরিবর্তন যাত্রা আটকানোকে কেন্দ্র করে বিজেপি ও পুলিশ ধুন্ধুমার

By

Published : Feb 25, 2021, 3:28 PM IST

উত্তর 24 পরগনা, 25 ফেব্রুয়ারি : পরিবর্তন যাত্রা ঘিরে বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে ধুন্ধুমার ৷ ঘটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ আজ উত্তর 24 পরগনার বীজপুরের কাবা মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রার মিছিল আটকায় পুলিশ ৷ অভিযোগ, বিজেপি কর্মীরা সেই সময় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ৷ এর পরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের বচসা শুরু হয় ৷ পুলিশ বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ৷

বৃহস্পতিবার বীজপুর মোড়ে বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলো পৌঁছালে পুলিশ তা আটকায় ৷ এর জেরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ অভিযোগ, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যায় ৷ এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ যার পরেই বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ উড়ে আসা ইটের আঘাতে 3 পুলিশকর্মী আহত হয়েছেন ৷

আরও পড়ুন : যে অন্যায় করবে সে জেলে যাবে, রাকেশ সিং প্রসঙ্গে মন্তব্য় রূপার

এর পরে আজ ঘটনাস্থলে পৌঁছান কৈলাস বিজয়বর্গীয়, বিধায়ক সুনীল সিং এবং শুভ্রাংশু রায় ৷ তাঁরা পুলিশের সঙ্গে কথা বলেন ৷ আলোচনার পর পুলিশ রথ ছাড়া হেঁটে মিছিলের অনুমতি দেয় ৷ এর পর তারা বীজপুর মোড় থেকে হেঁটে 5 কিলোমিটার রাস্তা মিছিল করে বাঘ মোড়ে গিয়ে মিছিল শেষ করে ৷ মিছিল শেষে পথসভায় তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ কয়লা পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ঘনিষ্ঠতার প্রমাণ তাঁর কাছে আছে বলে দাবি করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details