আমডাঙায় নিহত তৃণমূল নেতার গাড়ি ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ আমডাঙা (উত্তর 24 পরগনা), 18 নভেম্বর: আমডাঙা খুন-কাণ্ডে অবশেষে টনক নড়ল পুলিশ-প্রশাসনের । খুনের একদিন পর নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের নীল রঙের সুইফট ডিজায়ার গাড়িটি ফরেন্সিকের জন্য আমডাঙা থানায় নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসারেরা । তার আগে অবশ্য সেই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল সোনাডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে । এমনটাই জানাচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা ।
কিন্তু, ঘটনার পরপরই কেন তৃণমূল নেতার গাড়িটি বাজেয়াপ্ত করা হল না তদন্তের স্বার্থে ? কেনই বা গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের বাড়িতে ? যার উত্তর মেলেনি এখনও । এই নিয়ে পুলিশের পদস্থ কর্তারাও কোনও উচ্চবাচ্য করেননি । তবে, ওই গাড়িটি আপাতত আমডাঙা থানায় রাখা থাকলেও এখনও তার ফরেন্সিক পরীক্ষা হয়নি বলেই খবর পুলিশ সূত্রে ।
ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নীল রঙের এই সুইফট ডিজায়ার গাড়িতে চেপেই কামদেবপুর হাটে বাজার করতে গিয়েছিলেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । বাজার করার আগে হাটের উল্টোদিকে একটি ওষুধের দোকানের সামনে বসেছিলেন তিনি । সেই সময় একটি ফোন আসে তৃণমূল নেতার মোবাইলে । ফোন পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক পার হয়ে গাড়ির কাছাকাছি আসতেই অতর্কিতে হামলা চালানো হয় ওই পঞ্চায়েত প্রধানের ওপর । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে পরপর বোমাও ছোঁড়ে আততায়ীরা ।
সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তাঁর । ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তার ধারেই রাখা ছিল তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়িটি । এরপর ঘটনাস্থল থেকে সেই গাড়িটি নিয়ে চলে যাওয়া হয় সোনাডাঙায় রূপচাঁদ মণ্ডলের বাড়িতে । কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে নিহত তৃণমূল নেতার গাড়িটি পৌঁছে গেল তাঁর বাড়িতে ? এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও তার সদুত্তর মেলেনি নিহতের পরিবার কিংবা পুলিশ প্রশাসনের তরফে ।
এই বিষয়ে নিহত তৃণমূল নেতার বড়ভাই সুকচাঁদ আলি মণ্ডল বলেন, "গাড়িটি ওঁর (রূপচাঁদ মণ্ডল)-ই । ঘটনার আগে ওই গাড়িতে চেপেই কামদেবপুর হাটে গিয়েছিল । গাড়িটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল । বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ও (রূপচাঁদ) যখন গাড়িতে উঠতে যাবে, তখনই হামলা চালানো হয় ভাইয়ের ওপর । খুনের পর থেকে গাড়িটি বাড়িতেই ছিল । শনিবার পুলিশ এসে গাড়িটি আমডাঙা থানায় নিয়ে যায় তদন্ত করবে বলে । প্রায় পাঁচ বছর ধরে এই গাড়িতে করেই ও (রূপচাঁদ) যাতায়াত করত । গাড়িটি ভাইয়ের অত্যন্ত শখের ছিল । নতুনই কিনেছিল ৷"
এদিকে, তৃণমূল নেতার সুইফট ডিজায়ার গাড়ির নথি সংক্রান্ত তথ্য অনুযায়ী, গাড়িটির বয়স মাত্র 5 বছর 1 মাস 14 দিন । গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ডব্লিউবি 26 বিবি 2352 । রেজিস্ট্রেশন হয়েছে বেহালার এআরটিও অফিস থেকে । 2018 সালের 4 অক্টোবর গাড়িটির রেজিস্ট্রেশন করেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । গাড়ির ফিটনেস রয়েছে 2033 সালের 3 অক্টোবর অবধি । নীল রঙের এই সুইফট ডিজার গাড়িটি কেনা হয়েছিল নগদেই !
রূপচাঁদ মণ্ডলের গাড়ির তথ্য অন্যদিকে, খুনের ঘটনার পরপরই অভিযুক্ত আফতাবের সোনাডাঙার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ । বিষয়টি নিয়ে জলঘোলা হতে পারে, এই ভেবে পরে নিহত রূপচাঁদ মণ্ডলের লোকজনই আগুন নিভিয়ে দিয়ে পরিস্থিতির সামাল দেন বলে জানা গিয়েছে স্থানীয় একটি সূত্র থেকে । সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আগুনে আধপোড়া আফতাবের বাড়ির জানলার ছবি যাতে সাংবাদিকদের কাছে না পৌঁছায় তারও তৎপরতায় খামতি ছিল না । তার জন্য মোড়ে মোড়ে নজরদারি চলছিল সাংবাদিকদের ওপর । যা নিয়ে এদিন দিনভর সরগরম ছিল আমডাঙা চত্বর ।
এই নিয়ে বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "খুনের পর তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল । কিন্তু যথাসময়ে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দিয়েছে । আইনশৃঙ্খলার যাতে কোনোভাবে অবনতি না হয় সেদিকে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে । আগুন লাগানোর ঘটনা নিয়ে কোনও অভিযোগ এখনও পর্যন্ত হয়নি । অভিযোগ এলে নিশ্চয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷"
আরও পড়ুন:
- জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
- নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির