বনগাঁ, 19 অক্টোবর: আতসবাজির আড়ালে মজুত করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি । গোডাউনে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় 2 হাজার কিলো । যার বাজার মূল্য অনুমানিক আট লক্ষ টাকা । মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার একটি গোডাউনে হানা দিয়ে এই শব্দবাজি উদ্ধার করেছে উত্তর 24 পরগণার গোপালনগর থানার পুলিশ । পাশাপাশি তারক ঘোষ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ (Police arrests businessman over banned Sound Crackers) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে সুন্দরপুর এলাকার একটি দোতলা বাড়ির গোডাউনে বিপুল পরিমাণে শব্দবাজি মজুত করা হয়েছে । খবর পেয়ে এদিন সন্ধ্যায় গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্ব গোডাউনে হানা দেয় পুলিশ । উদ্ধার হয় 2 হাজার কিলো নিষিদ্ধ শব্দবাজি । পুলিশ জানিয়েছে, তারক ঘোষ নামে ওই ব্যবসায়ী বনগাঁর বিভিন্ন বাজারে আতসবাজি সাপ্লাই দেন ।