পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অর্জুন সিংয়ের গাড়ি থামিয়ে তল্লাশি, গ্রেপ্তার BJP কর্মী - BJP কর্মীকে গ্রেপ্তার

অর্জুন সিংয়ের কনভয় আটকে চলল তল্লাশি ৷ গ্রেপ্তার এক BJP কর্মী ৷

police searched car of Arjun Singh
অর্জুন সিং

By

Published : Jul 10, 2020, 10:14 PM IST

ব্যারাকপুর, 10 জুলাই: BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়িতে তল্লাশি চালানো হল ৷ গ্রেপ্তার করা হল তাঁর সঙ্গী এক BJP কর্মীকে ৷ পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও করেছেন অর্জুন সিং । ব্যারাকপুর চিড়িয়ামোড় এলাকার ঘটনা ।

তিনি বলেন, একটি রাজনৈতিক মামলায় আজ ব্যারাকপুর আদালত দলীয় কর্মী বিট্টু জয়সওয়ালকে জামিন দেয় ৷ তিনি বাড়ি ফিরছিলেন । তাঁর কনভয়ের একটি গাড়িতেই ফিরছিলেন তিনি ৷ পথে অর্জুন তাঁদের গাড়ি আটকায় পুলিশ । গাড়ি আটকে চলে তল্লাশি । এরপর অন্য একটি গাড়ি থেকে বিট্টু জয়সওয়ালকে নামিয়ে নিয়ে যায় পুলিশ ।

অর্জুনের গাড়ি তল্লাশি, গ্রেপ্তার দলীয় কর্মী ৷

অর্জুন সিংয়ের অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ বিট্টু জয়সওয়ালকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় । অ্যারেস্ট মেমোও দেওয়া হয়নি ।

কয়েকদিন আগে হালিশহরে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । সেই ঘটনায় স্থানীয় থানায় মামলা রুজু হয়েছিল । ঘটনার অভিযুক্তদের একজন বিট্টু । আজ দু'টি মামলায় তিনি জামিন পেয়েছেন । অন্য একটি মামলায় পুলিশ আজ তাঁকে গ্রেপ্তার করেছে ।

ব্যারাকপুরের সাংসদের প্রশ্ন, "যদি কারও নামে মামলা হয়ে থাকে তা হলে পুলিশ তা জানাল না কেন ? মামলা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হয় । তা করা হয়নি কেন ? আসলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল সরকারের পুলিশ BJP কর্মীদের হেনস্থা করছে ।"

ABOUT THE AUTHOR

...view details