আহত বৃদ্ধকে বাড়ি ফেরাল মানবিক পুলিশ - পুলিশ
রবিবার রাতে বসিরহাটের নতুন বাজার এলাকায় আহত এক বৃদ্ধকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় ৷ বৃদ্ধের কপালে ও মুখে আঘাত ছিল । খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ নতুন বাজারে পৌঁছায় ৷ তারা ওই বৃদ্ধকে প্রথমে থানায় নিয়ে যায় ৷ এরপর তাঁর প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দেয় পুলিশ৷
বসিরহাট, 21 অক্টোবর : রাস্তা থেকে তুলে এক আহত বৃদ্ধকে বাড়ি ফেরাল পুলিশ । বসিরহাটের গোডাউন পাড়ার বাসিন্দা যতীন মণ্ডল রাস্তায় পড়ে গিয়ে মাথায় ও মুখে চোট পান ৷ আহত যতীনবাবুকে বাড়ি পৌঁছে দেয় বসিরহাট থানার পুলিশ । রবিবার রাতের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বসিরহাটের নতুন বাজার এলাকায় আহত এক বৃদ্ধকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যায় ৷ বৃদ্ধের কপালে ও মুখে আঘাত ছিল । পথচলতি অনেকেই তাঁকে দেখেন, কিন্তু কেউ সাহায্য করেননি । সকলেই দেখে পাশ কাটিয়ে চলে যান ।
খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ নতুন বাজারে পৌঁছায় ৷ তারা ওই বৃদ্ধকে প্রথমে থানায় নিয়ে যায় ৷ এরপর তাঁর প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দেয় পুলিশ৷
স্থানীয় বাসিন্দা দিলীপ বিশ্বাস বলেন, "ওই বৃদ্ধকে তাঁর ছেলে-বউমা বাড়ি থেকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিল । সুবিচার পেতে এখানে ওখানে তিনি ঘুরছেন । কিন্তু সবাই তাঁকে ফিরিয়ে দিয়েছে । রাস্তার পড়ে গিয়ে মাথায় ও মুখে চোট পেয়েছিলেন ৷ পরে পুলিশ তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছে । "