দেগঙ্গা, 26 ডিসেম্বর : ভরদুপুরে খড়ের গাদা থেকে মিলল ড্রামভর্তি বোমা । ঘটনা ঘিরে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় । জানা গিয়েছে, একটি ড্রামের মধ্যে মজুত করা ছিল প্রায় 10টি বোমা ৷ ড্রামটি প্রথম দেখতে পান স্থানীয় একজন কৃষক ৷ এরপর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ (More than 10 Bombs recovered from a village N 24 Parganas) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দেগঙ্গার মাঠপাড়ার বাসিন্দা মহম্মদ নইম মণ্ডল চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৷ তখনই আমবাগানের পাশে একটি খড়ের গাদায় কাগজে মোড়া একটি ড্রাম পড়ে থাকতে দেখেন তিনি । কৌতূহলবশত কাগজের মোড়ক সরাতেই অবাক হয়ে যান তিনি ৷ কারণ ড্রামের ভিতর পরপর সাজানো ছিল বেশ কয়েকটি বোমা ৷ খবর গ্রামে পৌঁছাতেই ভিড় জমে যায় আমবাগানে ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ ৷