পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথনাটকের মাধ্যমে কোরোনা সচেতনতায় বার্তা হাবরা পুলিশের - police drama

উত্তর হাবরা সেবা সংঘ পাড়ায় পথনাটকের মাধ্যমে কোরোনা সচেতনতায় বার্তা পুলিশকর্মীদের।

police drama
পথনাটক

By

Published : Apr 6, 2020, 10:06 PM IST



হাবরা, 6 এপ্রিল: গানের মাধ্যমে প্রচার আগেই করেছে । এবার কোরোনা সচেতনতায় পথনাটককে বেছে নিল পুলিশ। আজ বিকেলে হাবরা থানার পুলিশকর্মীরা পথনাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দেন।

আজ বিকেলে উত্তর হাবরা সেবা সংঘ পাড়ায় হাজির হন পুলিশকর্মীরা। প্রথমে গানের মাধ্যমে কোরোনা সচেতনতায় বার্তা দেওয়া হয়। গান করেন ASI সুরজিৎ মুখোপাধ্যায় ও কনস্টেবল পার্থ ভাদুড়ি। তারপর হাবরা থানার IC গৌতম মিত্রের লেখা নাটক "কোরোনা সংবাদ" পরিবেশন করেন। নাটকে কাল্পনিক কোরোনা চরিত্রের সাক্ষাৎকার নেন এক সাংবাদিক। নাটকের সংলাপের মধ্য দিয়ে কোরোনার বিপদ ও লকডাউন মানার বার্তা দুই-ই দেওয়া হয়েছে।

কর্মসূচিতে ছিলেন DSP সদর রোহেদ শেখ, হাবরা থানার IC গৌতম মিত্র, গোবরডাঙার OC উৎপল সাহা সহ অন্য পুলিশ আধিকারিকরা। DSP বলেন, "শুধু আইনের শাসনে মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। তাই নাটক ও গানের মধ্য দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। আমরা আরও কয়েকটি জায়গায় এই নাটক মঞ্চস্থ করব।" IC গৌতমবাবু বলেন, "মানুষকে সচেতন করতে খুব কম সময়ের মধ্যে আমরা এই পথনাটকটি তৈরি করেছি। মানুষকে এই নাটকের মাধ্যমে সচেতন করতে চাইছি। লকডাউন চলছে। আপনারা সবাই ঘরে থাকুন। কাল্পনিক দু'টি চরিত্রের মধ্যে দিয়ে কোরোনা সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি।'

ABOUT THE AUTHOR

...view details