ব্যারাকপুর, 17 মে: ব্যারাকপুর গুলিকাণ্ডে-র (Barrackpore Shooting Incident) মোটিভ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ । রহস্য ভেদ করতে ইতিমধ্যেই তদন্তকারীরা বিরিয়ানির দোকানের মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন । জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকানের কর্মীদেরও । খতিয়ে দেখা হচ্ছে বিরিয়ানির দোকান এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ-ও । সূত্রের খবর, বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বেশকিছু তথ্য এসেছে পুলিশের হাতে । তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়েকদিন ধরেই তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে হুমকি ফোন আসছিল । করা হচ্ছিল গালিগালাজও ।
হুমকি ফোনে ওই ব্যবসায়ীর উদ্দেশ্যে বলা হয়, "বেশি বাড়াবাড়ি করিস না! বিরিয়ানির ব্যবসায় এত বিক্রিবাটা হচ্ছে কীভাবে? তোর বেশি অহংকার হয়ে গিয়েছে !" এই হুমকি ফোনের পিছনে ব্যবসায়িক কোনও শত্রুতা থাকতে পারে বলেই ধারণা তদন্তকারীদের । তবে এর অন্য কোনও কারণ আছে কিনা,সেটাও খতিয়ে দেখা হচ্ছে । জানা গিয়েছে, যে নম্বর থেকে ওই বিরিয়ানি দোকানের মালিকের মোবাইল ফোনে হুমকি ফোন এসেছিল, সেই নম্বরের কললিস্ট ইতিমধ্যে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে দোকান মালিকের মোবাইলটি-ও । সেখান থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের ।