পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মরিচা যাওয়ার পথে অর্জুন সিং-কে আটকাল পুলিশ, বচসা

এবার ত্রাণ সামগ্রী বিলি করতে যাওয়ার সময় আর এক BJP সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ উঠল । আমডাঙার মরিচায় যাওয়ার পথে অর্জুন সিংয়ের গাড়ি আটকানোর অভিযোগ উঠল উত্তর 24 পরগনার DSP ও আমডাঙা থানার IC-র বিরুদ্ধে ।

image
অর্জুন সিং

By

Published : Apr 16, 2020, 6:26 PM IST

Updated : Apr 16, 2020, 8:59 PM IST

আমডাঙা, 16 এপ্রিল : আমডাঙায় পুলিশি বাধার মুখে পড়লেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । আমডাঙার মরিচা পঞ্চায়েতের সামনে 34 নম্বর জাতীয় সড়কে আটকানো হয় তাঁর গাড়ি । উত্তর 24 পরগনার DSP ও আমডাঙা থানার IC তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ । গাড়ি আটকানোয় DSP ও IC -র সঙ্গে বচসা শুরু হয় অর্জুন সিংয়ের ৷ তবে পুলিশের বাধা পেয়ে আর আমডাঙার মরিচায় যেতে পারেননি তিনি । ফিরতে হয় ব্যারাকপুরে ।

আমডাঙায় ত্রাণ সামগ্রী ঠিকমতো বণ্টন ও দরিদ্রদের কোনও অসুবিধা হচ্ছে কি না,তা খতিয়ে দেখার জন্য মরিচায় যাচ্ছিলেন অর্জুন সিং । দুপুরে তাঁর কনভয় আমডাঙার মরিচা পঞ্চায়েতের সামনে আটকায় DSP রোহিত শেখ ও আমডাঙা থানার IC দেবাশিস চক্রবর্তী ।

তাঁর গাড়ি কেন আটকানো হল, সেই বিষয়ে দুই পুলিশ আধিকারিকের কাছে জানতে চান অর্জুন সিং । এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । উত্তপ্ত হয়ে ওঠে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা । অর্জুন সিং জিজ্ঞাসা করে, কোন নিয়মে তাঁর গাড়ি আটকানো হয়েছে ? তিনি অভিযোগ করেন, তৃণমূলের বিধায়করা রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ বন্টন করছে অথচ BJP-র কেউ রাস্তায় বরোলেই পুলিশ তাঁদের আটকাচ্ছে । যত নিয়মকানুন শুধু BJP-র ক্ষেত্রে? বচসার পর ব্যারাকপুরে ফিরে যেতে বাধ্য হন তিনি ।

জাতীয় সড়কে পুলিশি বাধার মুখে অর্জুন সিং

এবিষয়ে BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, "34 নম্বর জাতীয় সড়কে সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি আটকায় DSP ও আমডাঙা থানার IC। একদিকে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছ থেকে সহযোগিতা চাইছেন,অন্যদিকে বিরোধী দলের সাংসদকে পুলিশ দিয়ে আটকাচ্ছেন । এই দু'রকম নীতি কিভাবে চলতে পারে ? " তাঁর আরও অভিযোগ,"রেশন ব্যবস্থা ঠিকমতো চলছে না । দরিদ্ররা রেশন পাচ্ছে না । সেই সময় BJP সাংসদের নেতৃত্বে আমরা দলগতভাবে মরিচায় দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম । সেটাতেও বাধা দেওয়া হল ।’’

Last Updated : Apr 16, 2020, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details