গোপালনগর , 19 মে : কোরোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে আজই বাড়ি ফিরেছিলেন এক পুলিশকর্মী ৷ কিন্তু গ্রামের মানুষ তাঁকে গ্রামে থাকতে দিতে নারাজ । তার জেরে শুরু হয় গ্রামবাসীদের বিক্ষোভ-অবরোধ ৷ যদিও পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় । ওই পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে । উত্তর 24 পরগনার গোপালনগরের ঘটনা ।
মঙ্গলবার ভোরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে গোপালনগরে শ্বশুরবাড়িতে এসেছিলেন ওই পুলিশকর্মী । শ্বশুরবাড়ির দোতলার একটি ঘরে হোম কোয়ারানটিনে থাকবেন বলে ভেবেছিলেন । কিন্তু বাধা দিলেন গ্রামবাসীরা । তাঁরা ওই পুলিশকর্মীকে কিছুতেই শ্বশুরবাড়িতে থাকতে দেবেন না বলে বিক্ষোভ শুরু করেন । তাঁরা মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন । ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই পুলিশকর্মীর বাড়ি গাইঘাটায় । পরিবার নিয়ে তিনি থাকতেন অশোকনগরে । হাওড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন ৷ জ্বরে আক্রান্ত হওয়ায় 29 এপ্রিল তিনি চলে যান অশোকনগরে । হোম কোয়ারানটিনে থাকা অবস্থায় তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 6 মে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে ওই পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কোরোনার সঙ্গে যুদ্ধ করে শেষপর্যন্ত তিনি জয়ী হয়েছেন । মঙ্গলবার ভোর রাতে তাঁকে ছুটি দেওয়া হয় । চিকিৎসকেরা তাঁকে আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন । হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি চলে যান গোপালনগরের শ্বশুরবাড়িতে । কিন্তু গ্রামের লোকজন বিষয়টি জানতে পেরেই সরব হন । তাঁরা ওই পুলিশকর্মীকে কিছুতেই গ্রামে থাকতে দেবেন না বলে দাবি তোলেন । তাঁরা একজোট হয়ে গোপালনগর-নহাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । প্রায় একঘণ্টা অবরোধ চলে । স্থানীয় বাসিন্দা মনোতোষ বিশ্বাস বলেন, ‘‘ওই পুলিশকর্মী সুস্থ হয়েছেন কি না আমরা জানি না । তিনি শ্বশুরবাড়িতে এসে উঠেছেন । আমরা সেই বাড়িতে গিয়েছিলাম । কিন্তু আমাদের গালিগালাজ করা হয়েছে । আমরা কোরোনা নিয়ে আতঙ্কে রয়েছি ।’’