পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওয়ারেন্ট ছাড়া অর্জুনের বাড়িতে তল্লাশি, পুলিশকে বাধা পবনের - অর্জুন সিং

ওয়ারেন্ট ছাড়া অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি করতে আসে পুলিশ ৷ অর্জুনের ছেলে এবং বিধায়ক পবন সিং বিনা ওয়ারেন্ট ছাড়া পুলিশকে বাধা দেয় ৷ এরফলে পবন সিংয়ের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় ৷ পুলিশ 'অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জীব সিংয়ের বিরুদ্ধে একটি নোটিস দিয়ে চলে যায় ৷ একটি সমবায় ব্যাঙ্কে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে পুলিশ সঞ্জীব সিংয়কে ধরতে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে যায় ৷

arjun sing house
অর্জুনের বাড়িতে তল্লাশি

By

Published : Jul 17, 2020, 7:02 PM IST

ভাটপাড়া,17 জুলাই : BJP-র সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে ওয়ারেন্টে ছাড়া পুলিশি তল্লাশি। তল্লাশি চালাতে এলে অর্জুন সিংয়ের ছেলে বিধায়ক পবন সিং বাধা দেন। তিনি তল্লাশির জন্য উপযুক্ত কাগজপত্র দেখতে চান। তা নিয়ে বচসা শুরু হয়। অবশেষে কাজপত্র দেখাতে না পারায় পুলিশকে ফিরে যেতে হয়।

জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ কয়েকটি গাড়িতে করে একদল পুলিশকর্মীরা সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে যান। পুলিশকর্মীরা অর্জুনের বাড়ির ভিতরে ঢুকতে যান। তখন অর্জুন বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং ছিলেন। তিনি পুলিশকর্মীদের জানান, তল্লাশি করতে চাইলে উপযুক্ত সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে। কিন্তু পুলিশ তা দেখাতে পারেননি। পবন সাফ জানিয়ে দেন, এটা একজন সাংসদের বাড়ি। আমি বিধায়ক। জনপ্রতিনিধিদের বাড়িতে তল্লাশি করতে হলে উপযুক্ত নথি দেখাতে হবে। তখন পবনের সঙ্গে পুলিশ আধিকারিকদের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। পুলিশ শেষ পর্যন্ত সঞ্জীব সিংয়ের নামে একটি নোটিশ পবন সিংকে ধরিয়ে দিয়ে ফিরে যায়।

ওয়ারেন্ট ছাড়া অর্জুনের বাড়িতে তল্লাশি

একটি সমবায়ের দুর্নীতির তদন্তে পুলিশ এদিন অর্জুনের ভাইপো সঞ্জীব সিং ওরফে পাপ্পুকে খুঁজতে এসেছিল। তাঁকে না পেয়ে ভাটপাড়া থানায় হাজিরা দেওয়ার একটি নোটিশ দিয়ে গিয়েছে। পবন বলেন, 'আমার বাবা BJP-তে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য পুলিশ বিভিন্নভাবে হেনস্থা করছে। ওয়ারেন্ট ছাড়া আমাদের বাড়িতে পুলিশ পাঁচ-ছ'বার তল্লাশি করেছে। তৃণমূল পুলিশকে ব্যবহার করে আমাদের হেনস্থা করছে।' অন্য দিকে ভাটপাড়ার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, 'অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জীব সিংয়ের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি শুনেছি সেই তছরুপের তদন্তে পুলিশ আজ অর্জুন সিংয়ের বাড়িতে গিয়েছিল। কারণ ওই বাড়িতেই সঞ্জীব থাকে। দুর্নীতির তদন্তে পুলিশ যেতেই পারে।'

ABOUT THE AUTHOR

...view details