পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা, আহত 5 - বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা

পুলিশের গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া কলকাতা-রায়চকগামী বাস ৷ দুর্ঘটনায় দু'জন SI সহ পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷

বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা

By

Published : Nov 14, 2019, 4:22 PM IST

Updated : Nov 14, 2019, 7:31 PM IST

বিষ্ণুপুর, 14 নভেম্বর : পুলিশের গাড়িতে ধাক্কা মারল কলকাতা-রায়চকগামী বাস ৷ বাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে ৷ দুর্ঘটনায় দু'জন SI সহ পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ দুর্ঘটনাটি 117 নম্বর জাতীয় সড়কের কাছে বিষ্ণুপুরের ৷

দুর্ঘটনায় আহতদের মধ্যে দু'জন পুলিশকর্মীর মাথা ফেটে যায় ৷ পাঁচজনের প্রত্যেককেই প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় ৷ অবস্থার অবনতি হলে তিনজনকে কলকাতার হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় ৷ বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ আহতদের নাম SI দিলীপ মিদ্দে, SI সুপ্রিয় রং, কনস্টেবল ললিত ওরাওঁ ও একজন সিভিক ভলান্টিয়ার সহ গাড়ির চালক নিতাই পণ্ডিত ৷

দেখুন ভিডিয়ো

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ৷ গ্রেপ্তার করা হয়েছে চালককেও ৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশের অনুমান, বাসের চালক মদ খেয়েছিল বলেই এই দুর্ঘটনা ৷

Last Updated : Nov 14, 2019, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details